নিজস্ব প্রতিবেদক:
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) আজ থেকে শেয়ারের দাম কমার সর্বোচ্চ সীমা বা সার্কিট ব্রেকার বেঁধে দেয় ২ শতাংশে। অর্থাৎ আজ থেকে শেয়ারবাজারে কোনো শেয়ারের দাম ২ শতাংশের বেশি কমার সুযোগ ছিল না। বিএসইসির এ সিদ্ধান্তে আজ হাতেগোনা কয়েকটি কোম্পানি ছাড়া বাজারে লেনদেন হওয়া অধিকাংশ শেয়ারেরই দাম বেড়েছে। এতে সূচকের বড় উত্থান হয়েছে।
বিএসডি/ এফএস