নিজস্ব প্রতিবেদক:
যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালন উপলক্ষে লক্ষীপুর পৌর আওয়ামীলীগ ও ১৫টি ওয়ার্ড শাখার সভাপতি-সম্পাদকের মাঝে আর্থিক সহায়তা প্রদান করে অধ্যক্ষ এম এ সাত্তার ট্রাস্ট৷
লক্ষীপুর সদরের একটি হোটেলে এম এ সাত্তার ট্রাস্ট কর্তৃক আয়োজিত ”জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায়” ট্রাস্টের সভাপতি এ সহায়তা প্রদান করেন৷
এ সময় ট্রাস্টের সভাপতি অধ্যক্ষ এম এ সাত্তার বলেন, বাঙালির জন্য ১৫ আগস্ট দিনটি শোকের। একই সঙ্গে হারানোরও। বিশ্ব মানবতার জন্যও দিনটি কলঙ্কের। স্বাধীনতার মহান স্থপতি বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হারানোর দিন।
তিনি বলেন, বঙ্গবন্ধু ছিলেন বাঙালি জাতির মুক্তি আন্দোলনের মহানায়ক, বাংলা ও বাঙ্গালির হাজার বছরের আরাধ্য পুরুষ। বাঙালির নিরন্তর প্রেরণার চিরন্তন উৎস, স্বাধীন বাংলাদেশ নামক ভুখন্ডের স্থপতি।
তিনি আরো বলেন, শুধু বাংলাদেশ ভূখণ্ডে নয়, দুনিয়াজুড়ে বিবেকবান মানুষের কাছে ভয়ংকর বিষাদের এক দিন ১৫ আগস্ট। ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতে সেনাবাহিনীর কিছুসংখ্যক বিপথগামী সদস্য ধানমন্ডির ৩২ নম্বরের বাসভবনে বঙ্গবন্ধুকে সপরিবার হত্যা করে। ইতিহাসের ঘৃণ্য ও নৃশংসতম হত্যাকাণ্ড ঘটিয়ে তারা কলঙ্কিত করে বাঙালি জাতিকে।
অনু্ষ্ঠানে লক্ষীপুর পৌর আওয়ামিলীগের সভাপতি – সম্পাদকসহ ১৫ টি ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও সম্পাদক এবং গুরুত্বপূর্ণ নেতারা উপস্থিত ছিলেন৷
সবশেষে ১৫ আগস্ট নিহতদের আত্নার শান্তি কামনা করে এক দোয়া মাহফিলের মধ্যে দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়৷
বিএসডি/ফয়সাল