নিজস্ব প্রতিবেদক
বাংলা নববর্ষ ১৪৩২-কে বরণ করে নিতে নেওয়া হচ্ছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সোমবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’ শুরুর কথা রয়েছে। অন্যবারের মতো এবারও রঙের ছটা ও উৎসবের আমেজ থাকলেও একটি বিশেষ মুখাবয়ব সবার দৃষ্টি আকর্ষণ করেছে। সেটি হচ্ছে ফ্যাসিস্টের মুখাবয়ব।
সম্প্রতি আগে তৈরি করা মুখাবয়বটি পুড়িয়ে ফেলার পর ফের ককশিট দিয়ে এই মুখাবয়ব তৈরি করা হয়েছে। এর সঙ্গে দেখা গেছে জুলাই আন্দোলনে নিহত মীর মীর মাহফুজুর রহমান মুগ্ধের স্মরণে ‘পানি লাগবে পানি’ মোটিফ।
সরেজমিনে দেখা গেছে, শোভাযাত্রার জন্য চারুকলার সামনে মুখাবয়বটি রাখা হয়েছে। যা উপস্থিত দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে। অনেককে বেশ আগ্রহ নিয়ে ছবি তুলতেও দেখা গেছে। এর সঙ্গে সবার দৃষ্টি কেড়েছে ‘পানি লাগবে পানি’ এবং ইলিশ মাছের মোটিফ।
অন্যদিকে, শোভাযাত্রায় অংশ নিতে সকাল থেকে চারুকলার সামনে হাজারো মানুষ জড়ো হচ্ছেন। আবালবৃদ্ধবনিতার স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে চারুকলা ও টিএসসি চত্বরে তৈরি হয়েছে উৎসবের আমেজ।
জানা গেছে, ‘নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান’ প্রতিপাদ্য নিয়ে সোমবার সকাল ৯টায় চারুকলা অনুষদের সামনে থেকে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’ বের করা হবে। শোভাযাত্রাটি চারুকলা অনুষদের সামনে থেকে শুরু হয়ে শাহবাগ মোড় ঘুরে টিএসসি মোড়, শহীদ মিনার, শারীরিক শিক্ষা কেন্দ্র, দোয়েল চত্বর হয়ে বাংলা একাডেমির সামনের রাস্তা দিয়ে পুনরায় চারুকলা অনুষদে গিয়ে শেষ হবে। শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা শুধু নীলক্ষেত ও পলাশী মোড় দিয়ে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে পারবেন।