নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের ১ম কাউন্সিলের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী আগামী ৭ ফেব্রুয়ারি কাউন্সিল অনুষ্ঠিত হবে।
রোববার (২৬ জানুয়ারি) বিকেল ৫টায় গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ এই তফসিল ঘোষণা করেন।
এ সময় উপস্থিত ছিলেন— নির্বাচন কমিশনার ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রোকেয়া জাবেদ মায়া, বাংলাদেশ যুব অধিকার পরিষদের অর্থ সম্পাদক মাহবুবুর রহমান, বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের কার্যকরী সদস্য ওমর ফারুক মেন্ডেট।
ঘোষণা অনুযায়ী, ২৬ জানুয়ারি তফসিল ঘোষণা, ২৭ জানুয়ারি ভোটার তালিকা প্রকাশ, ৩১ জানুয়ারি মনোনয়নপত্র সংগ্রহ, ১ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা, ২ ফেব্রুয়ারি মনোনয়নপত্র জমাদান, ৩ ফেব্রুয়ারি মনোনয়ন চূড়ান্তকরণ ও প্রকাশ, ৪ ফেব্রুয়ারি প্রার্থিতা প্রত্যাহার, ৭ ফেব্রুয়ারি ভোটগ্রহণ ও ফল ঘোষণা করা হবে।