আন্তর্জাতিক ডেস্ক:
মঙ্গলবার (১৯ জুলাই) তিনি প্রেসিডেন্ট পদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন। সূত্র: খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।
এক টুইট বার্তায় তিনি জানিয়েছেন, আমার দেশের বৃহত্তর মঙ্গলের জন্য, আমি যাদের ভালোবাসি এবং আমি যাদের লালন করি, তাদের জন্য আমার রাষ্ট্রপতি পদের প্রার্থিতা প্রত্যাহার করছি।
প্রেমাদাসা জানান, তিনি প্রেসিডেন্ট নির্বাচনে এমপি দুল্লাস আললাহাপ্পেরুমাকে সমর্থন করবেন।
বুধবার (২০ জুলাই) শ্রীলঙ্কার নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সামাগি জনা বালাওয়েগয়ার নেতা প্রেমাদাসা কলম্বোর এমপি। শ্রীলঙ্কাভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি মিরর আগেই জানিয়েছিল, নতুন রাষ্ট্রপতি নির্বাচনে আললাহাপ্পেরুমাকে সমর্থন দিতে পারেন সাজিদ প্রেমাদাসা।
শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচনের আগে দেশটিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। টানা কয়েক মাস ধরে শ্রীলঙ্কায় সরকারবিরোধী আন্দোলন চলছে। তীব্র অর্থনৈতিক সংকটের কারণে এমন অবস্থা সৃষ্টি হয়েছে।
এদিকে নতুন প্রেসিডেন্ট নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়েছে শ্রীলঙ্কায়। শনিবার (১৬ জুলাই) রাতে দেশটির পার্লামেন্টে বিশেষ অধিবেশনে প্রেসিডেন্ট পদ শূন্য ঘোষণা করেন স্পিকার মাহিন্দা ইয়াপা আবেওয়ার্দেনা।
গেল ৯ জুলাই বিক্ষোভের মুখে প্রেসিডেন্ট প্রাসাদ থেকে পালিয়ে বিদেশ চলে যান শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। প্রথমে তিনি মালদ্বীপ যান; সেখান থেকে সিঙ্গাপুরে গিয়ে স্পিকারের কাছে পদত্যাগপত্র পাঠিয়ে দেন। শুক্রবার (১৫ জুলাই) স্পিকার মাহিন্দা ইয়াপা আবেওয়ার্দেনা বলেন, গোতাবায়া বৈধভাবে প্রেসিডেন্ট পদ ছেড়েছেন।
করোনার ধাক্কায় ১৯৪৮ সালে স্বাধীনতা লাভের পর থেকে সবচেয়ে বড় অর্থনৈতিক সংকট পার করছে শ্রীলঙ্কা। এতে শ্রীলঙ্কার অর্থনৈতিক পরিস্থিতি আগের মতো অবস্থায় ফিরে যাওয়ার হুমকিতে পড়ে। এছাড়া দেশটির টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) মারাত্মকভাবে ব্যাহত হয়।
বিএসডি/ফয়সাল