নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন ইস্যুতে টুইট করেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী ডোনাল্ড ট্রাম্প। তাকে মিস ইনফরমেশন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
বুধবার (৬ নভেম্বর) রাতে রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমির মিলনায়তনে এক বিফ্রিংয়ে তিনি এসব কথা বলেন।
সংখ্যালঘু ইস্যুতে ডোনাল্ড ট্রাম্প টুইট করেছেন, এই ইস্যুতে মার্কিন প্রশাসন থেকে কোনো পদক্ষেপ আসতে পারে কিনা— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এখন ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হবেন। আগে যখন তিনি টুইট করেছেন তখন উনি ছিলেন রিপাবলিকান পার্টির প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট। আমরা মনে করি ওনাকে (ডোনাল্ড ট্রাম্প) মিস ইনফরমেশন করা হয়েছে। এখন যেহেতু তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হবেন তিনি দেখবেন ঘটনাটা কী হয়েছে। বাংলাদেশে যুক্তরাষ্ট্রের দূতাবাস… বাংলাদেশে কী ঘটনা ঘটছে? তিনি আসল চিত্রটা জানবেন।
তিনি বলেন, বাংলাদেশের এই সরকার কী চাচ্ছে? এরা তো ডেমোক্রেটিক ট্রানজিশনে কাজ করছে। ডেমোক্রেটিক ট্রানজিশনের ক্ষেত্রে আমরা মনে করি যুক্তরাষ্ট্রের ট্রাম্পও চাইবেন পুরো বিশ্বে ডেমোক্রেসি ছড়িয়ে পড়ুক। সেজন্য আমাদের সরকারের সঙ্গে তাদের সম্পর্ক আরও সূদৃঢ় হবে।
প্রেস সচিব বলেন, বাংলাদেশের মাইনরিটি গ্রুপের রিপোর্টগুলো নিয়ে বাংলাদেশের এগেইনস্টে অনেকগুলো ক্যাম্পেইন হয়। আমরা আশা করব তারা রেস্পন্সিবল রিপোর্ট করবেন। যেটা সত্য সেটাই ফুটে উঠুক।
তিনি বলেন, দুর্গাপূজার সময় অনেক কথা বলা হয়েছিল। শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপিত হয়েছে। প্রত্যেকটা পূজা মন্ডপকে মনিটরিং করতে প্রথমবারের মতো আমার একটা অ্যাপ তৈরি করেছিলাম। যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না হয়। আমরা চাই আমাদের মাইনরিটি যারা আছেন, তারা সম্পূর্ণ নিরাপত্তায় তাদের উৎসবগুলো পালন করুক। আমরা তাদের পাশে দাঁড়াতে চাই, দাঁড়াচ্ছিও আমরা। দুই-একটা ঘটনা হয়েছে। কাল যে ইসকনের ঘটনাটা সেটা আপনারা চট্টগ্রামের মেট্রোপলিটন পুলিশের সঙ্গে কথা বলেন তারাই আপনাদের জানাবে। আমরা দেখেছি কী হয়েছে।
শিক্ষা সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, রাষ্ট্র সংস্কার করতে হলে বড় একটা খাত হচ্ছে শিক্ষা। অবশ্যই শিক্ষা নিয়ে কাজ হবে। কখন এ কমিশন হবে সেই সিদ্ধান্ত হয়নি। শিক্ষা খাত সংস্কারের ব্যাপারে আমাদের চিন্তাভাবনা আছে।
খালিদ মহিউদ্দিনের টকশোতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতিকে আমন্ত্রণ করা হয়েছে, সেটা আগামী বৃহস্পতিবার প্রচারিত হবে, সেটা আপনার কীভাবে দেখছেন— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, উনি রিপোর্টগুলো করছেন দেশের বাইরে থেকে। উনি যদি এটা করেন, তাহলে আমরা এটুকু বলতে পারি যে, উনি রেসপন্সিবল জার্নালিজম করলেন কিনা?
আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, স্থানীয় সরকার নিয়ে অনেকগুলো কমিশন কাজ করছে।
এ সময় প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার ও অপূর্ব জাহাঙ্গীর উপস্থিত ছিলেন।