আন্তর্জাতিক ডেস্ক:
ভ্লাদিমির পুতিনের নির্দেশে ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ পরিচালনা করছে রুশ বাহিনী। আজ রবিবার বিকেলে ইউক্রেনের উপ-প্রতিরক্ষা মন্ত্রী হান্না মালিয়ার চলমান সংঘাতে রাশিয়ার ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে একটি পোস্ট দিয়েছেন ফেসবুকে। তিনি তাতে লিখেছেন, সংঘর্ষের প্রথম তিন দিনে রাশিয়ার সামরিক বাহিনীর ৪ হাজার ৩০০ জন মারা গেছে। হান্না মালিয়ারের ফেসবুক পোস্টের বরাত দিয়ে এই খবর প্রকাশ করেছে বিবিসি।। তবে তারা এই খবরের সত্যতা যাছাই করতে পারেনি।
ইউক্রেনের উপ প্রতিরক্ষা মন্ত্রী হান্না মালিয়ার ফেসবুকে লিখেছেন, সংঘাতে ২৪ থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত রাশিয়ার সামরিক বাহিনীর ক্ষয়ক্ষতির আনুমানিক পরিমাণ নিম্নরূপ:
৪,৩০০ মৃত্যু
২৭টি বিমান
২৬ হেলিকপ্টার
১৪৬ ট্যাংক
৭০৬ সশস্ত্র যুদ্ধযান
৪৯ কামান
১টি বাক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা
৪টি গ্রাড মাল্টিপল রকেট লঞ্চ সিস্টেম
৩০টি যান
৬০টি ট্যাংকার
২টি ড্রোন
২টি নৌকা
সূত্র: বিবিসি
বিএসডি/ এলএল