নিজস্ব প্রতিবেদক:
খালেদা জিয়ার সুস্থতায় দোয়া ও মিলাদ মাহফিল করার ঘোষণা দিয়েছে বিএনপি। সোমবার (১৫ নভেম্বর) বিকেলে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন কারা নির্যাতনের ফলে বর্তমানে অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। তার আশু সুস্থতা কামনায় ঢাকাসহ দেশব্যাপী মহানগর ও জেলা সদরে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হবে।
তিনি আরও জানান, আগামীকাল মঙ্গলবার (১৬ নভেম্বর) ঢাকায় নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে সকাল সাড়ে ১০টায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হবে।
রিজভী বলেন, কেরোসিন, ডিজেল, এলপিজি গ্যাস ও যানবাহনের ভাড়া বৃদ্ধিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতিতে
সোমবার (১৫ নভেম্বর) আয়োজিত প্রতিবাদ সমাবেশে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন প্রচারপত্র বিতরণ কর্মসূচি পালন করে। প্রচারপত্র বিতরণের সময় পুলিশ ব্যাপকভাবে বাধা দেয়।
সকালে বিএনপি নির্বাহী কমিটির সদস্য নিপুন রায় চৌধুরীর নেতৃত্বে প্রচারপত্র বিলির সময় ঢাকার কেরানীগঞ্জে জিঞ্জিরা দলীয় কার্যালয়, আবদুল্লাহপুরে যুবলীগের সন্ত্রাসীরা হামলা চালায় বলে অভিযোগ করেন রিজভী। বর্তমানে নিপুন রায় চৌধুরীসহ শতাধিক নেতাকর্মী বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্রের কেরানীগঞ্জের বাসভবনে অবরুদ্ধ হয়ে আছেন বলেও দাবি করেন রিজভী।
আওয়ামী সরকারের অপকর্ম আড়াল করতেই বিএনপি’র যেকোন কর্মসূচিতে আইন শৃঙ্খলা বাহিনীকে লেলিয়ে দেয় বলে উল্লেখ করে রিজভী বলেন, লুটপাটের জাঁকজমক কাহিনী যাতে প্রকাশিত না হয় এজন্যই বিএনপির কর্মসূচিতে ঝাঁপিয়ে পড়ছে পুলিশসহ আওয়ামী সন্ত্রাসী বাহিনী।