নিজস্ব প্রতিবেদক
সন্ত্রাসের বিরুদ্ধে বাংলাদেশ সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির উপর জোর দিয়ে পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম সন্ত্রাসবাদ এবং সহিংস চরমপন্থা মোবাকিলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সংহতি প্রকাশ করে বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।
হোলি আর্টিজানের হামলায় নিহতদের স্মরণে মঙ্গলবার ঢাকার ইতালি দূতাবাসে এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে সন্ত্রাসের বিরুদ্ধে বাংলাদেশের অবস্থান জানান পররাষ্ট্রসচিব।
পররাষ্ট্র সচিব তার বক্তব্যে হোলি আর্টিজানের হামলায় নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সংহতি প্রকাশ করেন। যাদের মধ্যে অনেকে বিদেশি নাগরিক নিহত হয়েছেন। তিনি বাংলাদেশের সন্ত্রাসবাদ বিরোধী ব্যাপক প্রচেষ্টার কথা তুলে ধরে বলেন, সন্ত্রাসের বিরুদ্ধে বাংলাদেশ সরকার ‘জিরো টলারেন্স’ নীতির উপর জোর দেয়। তিনি সন্ত্রাসবাদ এবং সহিংস চরমপন্থাকে পরাজিত করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সংহতি প্রকাশ করে বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
প্রসঙ্গত, ২০১৬ সালের ১ জুলাই সন্ধ্যার পর গুলশানে কূটনৈতিক এলাকার একটি রেস্তোরাঁ হোলি আর্টিজান বেকারিতে সশস্ত্র হামলা চালায় জঙ্গিরা। সেই রাতে ২০ জন নিরীহ মানুষ নির্মমভাবে প্রাণ হারান জঙ্গিদের হাতে। তাদের মধ্যে ১৭ জন ছিলেন ইতালি, জাপান, ভারত ও যুক্তরাষ্ট্রের নাগরিক। এ ছাড়া ঘটনাস্থলে যাওয়া পুলিশের দুই কর্মকর্তা নিহত হন জঙ্গিদের নিক্ষেপ করা বোমায়।