সোমবার সন্ধ্যা থেকে প্রচারণা শুরু করবেন ঢাকা-১৮ আসনের জাতীয় পার্টির প্রার্থীর শেরিফা কাদের। সোমবার (১৮ ডিসেম্বর) বিকেলে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে লাঙ্গল প্রতীক বরাদ্দ পাওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
শেরিফা কাদের বলেন, আজ সন্ধ্যা থেকে আমাদের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে।
জাতীয় পার্টির নানান সময়ে নানা সিদ্ধান্তের বিষয়ে তিনি বলেন, আমরা কখনও বলিনি নির্বাচনে আসব না। জাতীয় পার্টি দেশের সব কয়টি জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করেছে। আমরা বলেছি, নির্বাচনের যদি সুষ্ঠু পরিবেশ থাকে তবে অংশগ্রহণ করব।
আসন ভাগাভাগি বিষয়ে তিনি বলেন, ভাগাভাগির নির্বাচন বলা যাবে না। কিছু আসনে হয়ত সমঝোতা হয়েছে কিন্তু ২৮৭টি আসনে আমাদের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আওয়ামী লীগ প্রার্থীর প্রার্থিতা প্রত্যাহারে নির্ভার কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আওয়ামী লীগের প্রার্থীরা হয়ত প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। তারপরও এ আসনে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সবাই সবার মতো চেষ্টা করছেন। সবাইকে শক্ত প্রতিদ্বন্দ্বী ভাবছি। তবে আমরা যেই জয়ী হই না কেন সবাই একসঙ্গে উত্তরার উন্নয়নে কাজ করব। জয়ের বিষয়ে আমি শতভাগ আশাবাদী।
বিএসডি / এলএম