স্পোর্টস ডেস্ক
পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন জেসন গিলেস্পি। মাঝে কড়া গুঞ্জন উঠলেও টুইটারে ঘটা করে পোস্ট দিয়ে সাবেক অজি তারকাকে দলের কোচ করে রাখার ঘোষণা দিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি। তবে এবার ঠিকই সম্পর্ক ছিন্ন হলো দুই পক্ষের মাঝে। জেসন গিলেস্পি নিজেই পাকিস্তানের টেস্ট দলের কোচের পদ থেকে পদত্যাগ করেছেন।
বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকায় টেস্ট খেলতে দলের দেশ ছাড়ার কয়েক ঘণ্টা আগে এই সিদ্ধান্ত নেন তিনি। তিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডকে নিজের এই সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে ক্রিকবাজকে পিসিবির এক মুখপাত্র বলেন, ‘গিলেস্পি পদত্যাগ করেছেন।’
মূলত গিলেস্পির সহকারী কোচ টিম নিয়েলসেনের সঙ্গে চুক্তির মেয়াদ না বাড়ানোর পরেই গুঞ্জন ডালপালা মেলতে শুরু করে। ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ওপর ধৈর্য হারিয়ে ফেলছেন টেস্ট দলের কোচ গিলেস্পি। সর্বশেষ ঘটনা তার সিদ্ধান্তকে প্রভাবিত করেছে বলে জানিয়েছে ক্রিকেটের জনপ্রিয় এই ওয়েবসাইট।
নিয়েলসনকে চলতি বছরের আগস্টেই নিয়োগ দিয়েছিল পিসিবি। তার আনুষ্ঠানিক পদ ছিল মূলত হাইপারফরম্যান্স রেড বল কোচ। অস্ট্রেলিয়ায় পাকিস্তান সফরের পর তার চুক্তির মেয়াদ বাড়ানোর কথা ছিল। কিন্তু পিসিবি হঠাৎই জানিয়ে দিয়েছে, তার সঙ্গে চুক্তি বাড়ানো হচ্ছে না। জানা গেছে, দক্ষিণ আফ্রিকা সিরিজের আগে নিজের সহকারীকে যে পাবেন না, সেটা গিলেস্পিকে জানানো হয়নি। যা মোটেও ভালোভাবে নেননি সাবেক অজি তারকা।
অবশ্য বিগত কয়েক মাসেই টানাপোড়েন চলছিল দুই পক্ষের মাঝে। বিগত কয়েক মাসে পাকিস্তান ক্রিকেটে গিলেস্পির ক্ষমতা অনেকটাই কমে এসেছিল। গেল অক্টোবরে সিলেকশন প্যানেল থেকেই সরিয়ে দেওয়া হয় তাকে। অন্তবর্তীকালীন সাদা বলের কোচ করা হয়েছিল। সেখানে সাফল্য পেলেও সেই দায়িত্বে তাকে রাখেনি পিসিবি। এবার সহকারীকে ছেড়ে দেওয়ার বিষয়টি গিলেস্পিকে অনেকটা বাধ্য করেছে এমন সিদ্ধান্ত নিতে।
গিলেস্পির পদত্যাগের পর পিসিবি আকিব জাভেদকে অন্তর্বর্তীকালীন টেস্ট কোচ হিসেবে নিয়োগ দিয়েছে। পিসিবি এক বিবৃতিতে বলেছে, ‘লাল বল দলের প্রধান কোচ হিসেবে জেসন গিলেস্পির পদত্যাগের পর আকিব জাভেদকে অন্তর্বর্তীকালীন প্রধান কোচ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।’
আকিবের প্রথম টেস্ট সিরিজ হবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। ২৬ থেকে ৩০ ডিসেম্বর সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে এবং দ্বিতীয় টেস্ট ৩ থেকে ৭ জানুয়ারি কেপ টাউনের নিউল্যান্ডস ক্রিকেট গ্রাউন্ডে হবে।
গিলেস্পির অধীনে পাকিস্তান প্রথম টেস্ট সিরিজে ঘরের মাঠে বাংলাদেশকে ০-২ ব্যবধানে হারায়। এরপর ইংল্যান্ডের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জেতে। অন্তবর্তী কোচ হয়ে অস্ট্রেলিয়ায় ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতলেও টি-টোয়েন্টিতে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয় পাকিস্তান।