ক্রীড়া ডেস্ক,
করোনা মহামারির মধ্যেও দেদারসে অর্থ খরচ করছে ইউরোপের বড় ক্লাবগুলো। মহামারির প্রভাব অবশ্য কিছুটা পড়েছে স্পেন, ইতালি, জার্মানি ও ফ্রান্সের ফুটবলে। তবে ইংলিশ প্রিমিয়ার লীগের দলগুলোর গায়ে লাগেনি মহমারির ধাক্কা। করোনাকালে তিনটি দলবদল দেখেছে ইউরোপিয়ান ফুটবল। তাতে সবচেয়ে বেশি খরচ করেছে ইংলিশ প্রিমিয়ার লীগের ক্লাবগুলো। এই মৌসুমে সবচেয়ে দামি স্কোয়াড ম্যানচেস্টার সিটির। নগর প্রতিদ্বন্দ্বীদের খুব কাছে রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। দুই ইংলিশ জায়ান্টের পরের স্থানে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)।
খেলাধুলার বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা করা সুইজারল্যান্ডের একটি প্রতিষ্ঠানের নিরিখে উঠে এসেছে এসব তথ্য।
করোনা মহামারি শুরুর পর লম্বা সময় দর্শকশূন্য স্টেডিয়ামে খেলা হয়েছে। চলতি মৌসুমের শুরু থেকে গ্যালারিতে ফিরতে শুরু করেছে দর্শক। এখনো সব স্টেডিয়ামে পূর্ণ দর্শক উপস্থিতির অনুমতি নেই। ইউরোপের শীর্ষ পাঁচ লীগের চারটিতেই পড়েছে এর বড় প্রভাব। ব্যতিক্রম কেবল ইংলিশ প্রিমিয়ার লীগ। গত তিন দলবদলে সবচেয় বেশি খরচ করেছে ইংলিশ ক্লাবগুলো। নতুন খেলোয়াড় কেনায় তাদের খরচ ১.৬ বিলিয়ন পাউন্ড। প্রিমিয়ার লীগের ধারে কাছেও নেই বাকি চার লীগ। ইতালিয়ান সিরি আ’র দলগুলো দ্বিতীয় সর্বোচ্চ ২৫৫ মিলিয়ন পাউন্ড খরচ করেছে।
সপ্তাহখানেক আগে শেষ হওয়া গ্রীষ্মকালীন দলবদলে টাকার থলে নিয়ে খেলোয়াড় কিনতে নেমেছিল ম্যানসিটি। যদিও পুরোপুরি সফল হয়নি ম্যানচেস্টারের আকাশী-নীলরা। ১০০ মিলিয়ন পাউন্ডে অ্যাস্টন ভিলা থেকে ইংলিশ মিডফিল্ডার জ্যাক গ্রিলিশকে দলে ভেড়ায় তারা। আরেক ইংলিশ তারকা হ্যারি কেইনকেও মোটা অঙ্ক খরচ করে দলে টানার দ্বারপ্রান্তে ছিল ম্যানচেস্টার সিটি। তবে টটেনহ্যামের নাছোড়বান্দা মনোভাবে শেষ পর্যন্ত হার মানে সিটিজেনরা। বৃটিশ রেকর্ড গড়ে গ্রিলিশকে আনার পর সবচেয়ে দামি স্কোয়াডের তকমা পেয়েছে কোচ পেপ গার্দিওলার দল। ২৫ সদস্যের স্কোয়াডের মূল্য ৯২৬ মিলিয়ন পাউন্ড। প্রতি ফুটবলারের গড় মূল্য ৩৭ মিলিয়ন পাউন্ড। সিটির স্কোয়াডের অর্থ দিয়ে ১২বার কেনা যাবে প্রিমিয়ার লীগের নবাগত দল নরউইচ সিটিকে। ইংলিশ প্রিমিয়ার লীগের মধ্যে সবচেয়ে কম মূল্য নরউইচ স্কোয়াডের (৭৫ মিলিয়ন পাউন্ড)।
এবারের গ্রীষ্মকালীন দলবদলকে বলা হচ্ছে সর্বকালের সেরা। এবার নতুন ঠিকানায় গিয়েছেন লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর মতো মহাতারকারা। দ্বিতীয় সর্বোচ্চ দামি ম্যানচেস্টার ইউনাইটেডের স্কোয়াড। রোনালদোকে ছাড়াও জাডোন সানচো ও রাফায়েল ভারানকে দলে ভিড়িয়েছে ম্যানইউ। রেড ডেভিলদের ফুটবলারদের মূল্য ৮৭৭ মিলিয়ন পাউন্ড। দলবদলে সবচেয়ে বড় চমক দেখিয়েছে পিএসজি। ফরাসি জায়ান্টরা দলে ভিড়িয়েছে লিওনেল মেসি, সার্জিও রামোস ও ইউরো চ্যাম্পিয়নশিপের সেরা ফুটবলার ইতালিয়ান গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মাকে। এই তিনজনকেই পিএসজি দলে টেনেছে বিনামূল্যে। আগে থেকেই রয়েছেন দুই তারকা নেইমার ও কিলিয়ান এমবাপ্পে। তারার হাট বসানো পিএসজির স্কোয়াডের মূল্য ৮২০ মিলিয়ন পাউন্ড। এরপরই রয়েছে রিয়াল মাদ্রিদ। লস ব্লাঙ্কোস ফুটবলারদের মূল্য ৬৭৫ মিলিয়ন পাউন্ড। রোমেলু লুকাকুকে দলে ভিড়িয়ে দাম বেড়েছে চেলসি স্কোয়াডেরও। ব্লুজ ফুটবলারদের মোট দাম ৬৬৯ মিলিয়ন পাউন্ড। লিওনেল মেসি, আঁতোয়ান গ্রিজম্যানের মতো ফুটবলাররা ক্লাব ছাড়ায় কমেছে বার্সেলোনা স্কোয়াডের মূল্য। অষ্টম সর্বোচ্চ মূল্য কাতালান ক্লাবটির (৫৫১ মিলিয়ন পাউন্ড)। বার্সার আগে রয়েছে লিভারপুল (৫৭৬ মিলিয়ন) ও জুভেন্টাস (৫৬৩ মিলিয়ন)।
বিএসডি/এএ