নিজস্ব প্রতিবেদক:
সকলের সঙ্গে ভাল সম্পর্ক রেখে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মালদ্বীপের প্রবাসীদের দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথর বক্তব্যে তিনি একথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, মালদ্বীপে আমরা কী রপ্তানি করতে পারি সেটা খতিয়ে দেখছি। মালদ্বীপের সঙ্গে আমাদের সম্পর্ক অত্যন্ত ভাল। সবার সঙ্গেই ভালসম্পর্ক রেখে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।
আগে যোগাযোগের একটি সমস্যা ছিল এখন সেটা দূর হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বেসরকারি খাতের একটি বিমান ইতোমধ্যে মালদ্বীপে আসা শুরু করেছে। এতে যোগাযোগের সমস্যা দূর হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সও ফ্লাইট চালু করবে।
মালদ্বীপের প্রবাসীদের টাকা পাঠানোর সমস্যা নিয়ে প্রধানমন্ত্রী বলেন, প্রবাসী কল্যাণ ব্যাংক আমরা করেছি। আমি খুব অবাক হলাম যে আপনাদেরকে ডলার কিনে তারপর টাকা পাঠাতে হয়। কেন পাঠাতে হয় জানিনা। আমি দেশে গিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে কথা বলব। যাতে আপনারা সরাসরি টাকা পাঠাতে পারেন।
শেখ হাসিনা বলেন, মালদ্বীপে আমাদের প্রবাসীদের জন্য কী ধরনের কাজ আছে সেটা জেনে আমরা প্রশিক্ষণের ব্যবস্থা করব। এ বিষয়ে মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে কথা হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী।
প্রবাসীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, আপনারা যেসব সমস্যা আমাদের মন্ত্রীদের বলেছেন তারা আমাকে রিপোর্ট করেছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমরা ইনশাআল্লাহ সেসব সমস্যা সমাধান করব। আত্মবিশ্বাস নিয়ে আপনারা এগিয়ে যান।
অনুষ্ঠানের আয়োজন করে মালদ্বীপের বাংলাদেশ হাইকমিশন। হাইকমিশনার রিয়ার এডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান ছাড়াও প্রবাসী নেতৃবৃন্দ বক্তব্য দেন। হাইকমিশন অনুষ্ঠানটি তাদের ফেসবুক পেইজে লাইভ করে।
বিএসডি/এসএফ