অনলাইন ডেস্ক
রাজধানীর সবুজবাগের বাসাবোর ওহাব কলোনিতে গভীর রাতে তিন জনকে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে।
রোববার (৩ অক্টোবর) দিবাগত রাত দেড়টায় গুরুতর আহত অবস্থায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে তাদের চিকিৎসা চলছে।
আহতরা হলেন- রিয়াদ (৩৫), মো. সৈকত (১৮) ও মো. কালাম (৪০)। আহত রিয়াদের ভাই রাজন ঢাকা পোস্টকে বলেন, ডাক্তার জানিয়েছেন আহতদের অবস্থা আশঙ্কাজনক।
রাজনের দাবি, রিয়াদরা সিএনজি (অটোরিকশা) নিয়ে ওহাব কলোনির ১২ নম্বর গলিতে গেলে ‘সঞ্জয় গ্রুপের’ হীরা, রাব্বি ঘুমান্নে, দুই ফুট রাব্বি, অক্সিন শাকিব, কাওসার ও হৃদয় গাজী নামের কয়েকজন হামলা করেন। চাপাতি, রামদা ও ছুরি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তারা পালিয়ে যান। তাদের বিরুদ্ধে একাধিক ছিনতাইয়ের মামলা রয়েছে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুর জেরে রাজু গ্রুপ ও সঞ্জয় গ্রুপের মধ্যে এ সহিংসতার ঘটনা ঘটেছে। আহতরা হাসপাতালে ভর্তি আছেন। সবুজবাগ থানাকে বিষয়টি জানানো হয়েছে। তারা নেপথ্যের ঘটনা তদন্ত করে দেখছে।
বিএসডি/এমএম