নিজস্ব প্রতিবেদক
সমবায় সমিতির নামে প্রতারণা করে হাতিয়ে নিয়েছেন কোটি টাকা। শত শত অসহায় মানুষের সঞ্চয়ের টাকা নিয়ে লাপাত্তা ছিলেন দীর্ঘদিন। এবার পুলিশের জালে ধরা পড়েছেন প্রতারক রাশেদুল ইসলাম রাজ (৪৮)।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) গাজীপুরের গাছা থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রাজ কুমিল্লার চৌদ্দগ্রামের সোনাঘাটিয়া এলাকার আব্দুল আজিজের ছেলে। তিনি চট্টগ্রামের কর্ণফুলীর শিকলবাহা এলাকায় থাকতেন।
চান্দগাঁও থানা সূত্র জানায়, চান্দগাঁও প্রাইম শ্রমজীবী সমবায় সমিতি লিমিটেড ও প্রাইম দারিদ্র ও শ্রমজীবী সমবায় সমিতি লিমিটেড নামের সমিতির চেয়ারম্যান পরিচয় দিতেন রাজ। সমিতির কথা বলে শত শত অসহায় মানুষের সঞ্চয়ের টাকা আত্মসাৎ করেছেন তিনি। এসব ঘটনায় তার বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগীরা।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন বলেন, রাশেদুল ইসলাম সমবায় সমিতির নামে অন্তত তিনশ মানুষের আনুমানিক দুই কোটি টাকা আত্মসাৎ করেছেন। এরপর আত্মগোপনে ছিলেন তিনি। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গাজীপুর থেকে গ্রেপ্তার করা হয়।