নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত উন্নত সমৃদ্ধ বাংলাদেশ বাস্তবায়নে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
রোববার জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিমের সভাপত্বিতে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নেন স্পিকার।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে উন্নত সমৃদ্ধ বাংলাদেশের ঘোষণা দিয়েছেন তা বাস্তবায়নে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। এ খাতে বিনিয়োগ বাড়ছে, তৈরি হচ্ছে কর্মসংস্থান। নারীর ক্ষমতায়ন ও নারীদের স্বাবলম্বী করার ক্ষেত্রেও ভূমিকা রাখছে এ খাত।
ড. শিরীন শারমিন আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন কৃষি ও কৃষকবান্ধব। তিনি যে সোনার বাংলা গড়ে তুলতে চেয়েছিলেন তার জন্য কৃষির ওপর গুরুত্ব দিয়েছিলেন। এর অংশ হিসেবে বঙ্গবন্ধু মৎস্য চাষকে উৎসাহিত করেছিলেন। উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে মৎস্য একটি সম্ভাবনাময় খাত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সময়ে এ খাতের ব্যাপক উন্নয়ন হয়েছে। দেশে শতকরা ৬৬ শতাংশ মৎস্য উৎপাদন বেড়েছে। কর্মসংস্থান, বৈদেশিক মুদ্রা অর্জন, আর্থ-সামাজিক উন্নয়ন ও নারীর ক্ষমতায়ন হচ্ছে। মৎস্য খাতের ওপর গুরুত্ব দেওয়ায় মানুষ বিভিন্নভাবে উপকৃত হচ্ছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ধীরেন্দ্র দেবনাথ শম্ভু ও মন্ত্রণালয়ের সচিব রওনক মাহমুদ।
উদ্বোধন অনুষ্ঠান শেষে স্পিকার জাতীয় সংসদ ভবনের লেকে মাছের পোনা অবমুক্ত করেন। এ সময় উপস্থিত ছিলেন সংসদের চিফ হুইপ নুর ই আলম চৌধুরী।
বিএসডি/এমএম