নিজস্ব প্রতিবেদক
সয়াবিন তেলের মূল্য লিটার প্রতি ১৪ টাকা বৃদ্ধি এবং নতুন শিল্পের ক্ষেত্রে গ্যাসের দাম ৩৩ শতাংশ বৃদ্ধির সরকারি সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ)।
বুধবার (১৬ এপ্রিল) এক বার্তায় বাসদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ বলেন, গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের এই ৮ মাসে কমপক্ষে দুই বার সয়াবিন তেলের মূল্য বৃদ্ধি করা হলো। এতে করে বুঝা যায় ফ্যাসিবাদী সরকারের পতন হলেও ফ্যাসিবাদের দোসর মুনাফাখোর সিন্ডিকেট এখনও বহাল রয়েছে এবং অন্তর্বর্তী সরকার ওই সিন্ডিকেটের স্বার্থে একের পর এক মূল্যবৃদ্ধির মতো গণবিরোধী সিদ্ধান্ত নিয়ে চলেছে।
তিনি আরও বলেন, একদিকে সরকার বিজনেস সামিট করে দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার কথা প্রচার করছে। অন্যদিকে বিনিয়োগের ক্ষেত্রে অত্যন্ত প্রয়োজনীয় জিনিস গ্যাসের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। যা বিনিয়োগকারীদেরকে নিরুৎসাহিত করবে। এটা সরকারের দ্বিমুখী আচরণ।
বার্তায় তিনি সয়াবিন তেল ও শিল্প ক্ষেত্রে গ্যাসের মূল্য বৃদ্ধির গণবিরোধী সিদ্ধান্ত প্রত্যাহারের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।