আন্তর্জাতিক ডেস্ক –
নিজ বাসভবনে সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন হাইতির প্রেসিডেন্ট জোভেনেল মইসি। দেশটির অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী ক্লাউড জোসেফ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয় সময় দুপুর ১টায় প্রেসিডেন্টের বাসভবন পোর্ট-অউ-প্রিন্সে অজ্ঞাতপরিচয় অস্ত্রধারীরা হামলা চালায়। এই হামলায় ফার্স্ট লেডিও আহত হয়েছেন বলে জানা গেছে।
অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী ক্লাউড জোসেফ বলেন, ‘রাষ্ট্রে ক্ষমতার ধারাবাহিকতা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’ ৫৩ বছর বয়সী জোভেনেল মইসি তার পূর্বসূরি প্রেসিডেন্ট মিশেল মার্টেলির পদত্যাগের পর ২০১৭ সালের ফেব্রুয়ারি থেকে ক্ষমতায় ছিলেন। প্রেসিডেন্টের দায়িত্ব পালনকালে তার বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ ওঠে। সাম্প্রতিক বছরগুলোতে হাইতিতে প্রায়ই সরকারবিরোধী সহিংস বিক্ষোভ হয়েছে। চলতি বছরের শুরুতে দেশটির রাজধানীসহ অন্যান্য শহরে তার পদত্যাগের দাবিতে ব্যাপক বিক্ষোভ হয়। হাইতির বিরোধী দল দাবি করেছে, পূর্বসূরি প্রেসিডেন্ট মার্টেলি পদত্যাগের পাঁচ বছর থেকে হিসেব করলে মইসির দায়িত্বের পাঁচ বছরের মেয়াদ ২০২১ সালের সাত ফেব্রুয়ারিতে শেষ হয়। তবে, প্রেসিডেন্ট মইসি জোর দিয়ে বলেছিলেন, তিনি ২০১৭ সালের ৭ ফেব্রুয়ারি শপথ নিয়েছেন, তাই আরও এক বছর ক্ষমতায় থাকবেন।
বিএসডি মুছা