চাকরি ডেস্ক:
চতুর্দশ সহকারী জজ নিয়োগের লিখিত পরীক্ষার তারিখ ও বিস্তারিত সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন। প্রতিষ্ঠানটি ওয়েবসাইটে বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৭ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজে বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ পরীক্ষা নেওয়া হবে।
পরীক্ষার্থীদের পরীক্ষার দিন প্রবেশপত্রসহ পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হতে হবে। প্রবেশপত্র ছাড়া কাউকে ঢুকতে দেওয়া হবে না। পরীক্ষা শুরু হওয়ার কমপক্ষে ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত হবে।
সব পরীক্ষার্থীকে কোভিড-১৯ স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে। মাস্ক ছাড়া কাউকে ঢুকতে দেওয়া হবে না।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, পরীক্ষার আসন বিন্যাস পরীক্ষাকেন্দ্র ও কমিশনের ওয়েবসাইটে আগামী ৪ নভেম্বর প্রকাশ করা হবে।
উল্লেখ্য, গত ২৬ সেপ্টেম্বর চতুর্দশ সহকারী জজ নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। এতে উত্তীর্ণ হন ৯৪৬ জন।
বিএসডি /আইপি