নিজস্ব প্রতিবেদক
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, শিক্ষাক্ষেত্রে সহশিক্ষা কার্যক্রম এবং সুকুমার বৃত্তি যেকোনো কাজকে প্রভাবিত করে। বিশেষ করে শিশুদের মধ্যে যে বিষয়ে সম্ভাবনা আছে, তাকে সেই ক্ষেত্রে বিকশিত করে তুলতে হবে।
বুধবার (২৮ মে) রাজধানীর মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অডিটরিয়ামে অনুষ্ঠিত আন্তঃপ্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের (পিটিআই) সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৫ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, শিক্ষার মূল উদ্দেশ্য হলো শিশুদেরকে জীবনের জন্য প্রস্তুত করে তোলা। শিক্ষকদের সাংস্কৃতিক চর্চাকে একটি বাড়তি যোগ্যতা এবং দায়িত্ব হিসেবে আখ্যায়িত করে তা অব্যাহত রাখতে হবে। একইসঙ্গে শিক্ষার্থীদের উৎসাহিত করার আহ্বানও জানান তিনি।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত আরও বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ আতিকুর রহমান।
অনুষ্ঠানে প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটে (পিটিআই) পরিচালিত মৌলিক প্রশিক্ষণ (বিটিপিটি) কোর্সের প্রশিক্ষণার্থীদের মধ্যে জাতীয় পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। নৃত্য, উপস্থিত বক্তৃতা, দেশাত্মবোধক গান, লোকগীতি, রবীন্দ্রসংগীত, নজরুলসংগীত, একক অভিনয় ও চিত্রাঙ্কনসহ বিভিন্ন ইভেন্টে বিজয়ীরা এ সম্মাননা লাভ করেন।