বিনোদন ডেস্ক:
পরী আবার বলল, “গত কয়েকটা দিন ওর সাথে মায়ের চরিত্রে অভিনয় করে ওর প্রতি আমার যে মায়া জন্মে গেছে।” আমি আবেগাপ্লুত হলাম। শ্রদ্ধায় নত হলাম পরীর কাছে। বললাম, তুমি সত্যিই একটা পাগল। আচ্ছা, আসো তাহলে আংটি দেওয়ার একটা ছবি তুলি একসঙ্গে। রাজ বলল, “নীরব ভালোবাসাটা নীরবই থাকুক ভাই। ছবি তোলার দরকার নাই।”’ ফেসবুকে ঘটনাটি শেয়ার করে অরণ্য আনোয়ার লিখেছেন, ‘আমরা ছবি তুললাম না। কিন্তু পরীর এই আবেগের কথা আমি লিখব না, মানুষকে জানাব না, এতটা চাপা স্বভাবের মানুষ যে আমি নই। দুই মাস বয়সী শিশুটির বাবা একজন অটোরিকশাচালক, মা গৃহিণী। স্যালুট, পরীমনি। তোমাকে স্যালুট, শ্রদ্ধা, ভালোবাসা।’
এবারই প্রথম নয়, ঢালিউডে কান পাতলেই শোনা যায় পরীমনির হাতখোলা স্বভাবের কথা। যে যখন তাঁর দিকে সাহায্যের হাত বাড়িয়েছেন, পরীমনি তাদের কাউকেই নিরাশ করেননি। দরিদ্র শিল্পীদের জন্য ঈদুল আজহায় এফডিসিতে কোরবানি চালু করে বিষয়টিকে রেওয়াজে পরিণত করেছেন এই ঢালিউড অভিনেত্রী। গতকাল শুক্রবার দেশের ২০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে পরীমনি ও রাজ অভিনীত ছবি ‘গুণিন’। এটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকির প্রথম ছবি। গুণিন পরিচালনা করেছেন গিয়াস উদ্দিন সেলিম। অরণ্য আনোয়ারের ‘মা’ ছবিটি এ বছর মুক্তি পাওয়ার কথা রয়েছে।
বিএসডি/ এমআর