নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২০২৪ মেয়াদের নির্বাচনে সহ সভাপতি পদে হেরেছেন চিত্রনায়ক রিয়াজ আহমেদ ও ডি.এ তায়েব। এ পদে জয়ী হয়েছেন মাসুম পারভেজ রুবেল ও মনোয়ার হোসেন ডিপজল।
নির্বাচনে রিয়াজ পেয়েছেন ১৫৬ ও ডি.এ তায়েব ১১২ ভোট। বিজয়ী মাসুম পারভেজ রুবেল পেয়েছেন (১১৯) ও মনোয়ার হোসেন ডিপজল (২১৯) ভোট।
সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ইলিয়াস কাঞ্চন। আর সাধারণ সম্পাদক পদে তৃতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন জায়েদ খান।
শনিবার ভোর পৌনে ৬টার দিকে প্রধান নির্বাচন কমিশনার পীরজাদা শহীদুল হারুন ফল ঘোষণা করেন। এবার ভোট দিয়েছেন ৩৬৫ জন শিল্পী।
প্রসঙ্গত, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে অংশ নিয়েছে দুইটি প্যানেল। এর একটির নেতৃত্বে ছিলেন মিশা-জায়েদ ও অপরটির নেতৃত্বে ছিলেন ইলিয়াস কাঞ্চন-নিপুণ।
বিএসডি/ এলএল