ঢাকা কলেজ প্রতিবেদক
ঢাকা কলেজ ও ধানমন্ডি থানা ছাত্রলীগের সাবেক সভাপতি, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক নির্বাহী সদস্য, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামীলীগের যুব ও ক্রীড়া সম্পাদক সাইদুল ইসলাম খান পলের স্মরনে ঢাকা কলেজে কোরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে৷
শুক্রবার (৩ সেপ্টেম্বর) বাদ জুমা ঢাকা কলেজের কেন্দ্রীয় জামে মসজিদে ঢাকা কলেজ ছাত্রলীগ পরিবারের আয়োজনে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়৷ অনুষ্ঠানে সাইদুল ইসলাম খান পল সহ ঢাকা কলেজের প্রয়াত নেতৃবৃন্দ, মহান মুক্তিযুদ্ধে ঢাকা কলেজের নিহত শহীদ শিক্ষার্থী, ঢাকা কলেজের সাবেক শিক্ষার্থী শহীদ শেখ কামাল, শেখ জামাল সহ ১৫ আগস্ট নিহতদের স্মরনে দোয়া করা হয়৷
অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুল আলম হানিফ, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য আবদুল আউয়াল শামীম, গোলাম রাব্বানী চিনু, ফরিদপুর- ০৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান নিক্সন, ব্রক্ষণবাড়িয়া- ০৩ আসনের সংসদ সদস্য র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরী, গাইবান্ধা- ০১ সংসদ সদস্য ফরহাদ হোসেন সংগ্রাম উপস্থিত ছিলেন৷
এছাড়াও যুবলীগের চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস পরশ ও সাধারন সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান জয়, সাধারন সম্পাদক লেখক ভট্টাচার্য, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামীলীগের সভাপতি আবু আহমেদ মান্নাফি, যুগ্ম সাধারণ সম্পাদক মিরাজ হোসেন, ঢাকা মহানগর উত্তরের সাংগঠনিক সম্পাদক এবিএম মাজাহারুল আনাম,
ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত শিকদার, ঢাকা কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ফিরোজ আল আমিনসহ কলেজের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ, ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা কলেজের অধ্যক্ষ আই কে সেলিম উল্লাহ,খন্দকার, উপাধ্যক্ষ ,শিক্ষকমণ্ডলী সহ কলেজের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
সাইদুল ইসলাম খান পল ১৯৮৬ সাল থেকে ১৯৯১ পর্যন্ত ঢাকা কলেজে ছাত্রলীগের সভাপতি ছিলেন। সে সময় তিনি সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন দেশের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে। গত ২৩ আগস্ট ভোর সাড়ে ৪টায় অসুস্থতা জনিত কারনে রাজধানীর স্কয়ার হাসপাতালে তার মৃত্যু হয়৷
বিএসডি/এমএম