স্পোর্টস ডেস্ক
ম্যাক্স সিক্সটি টি-টেনে মায়ামি ব্লেজের গত ম্যাচেও ব্যাটে-বলে পারফর্ম করেছিলেন সাকিব আল হাসান। আজও তার অলরাউন্ড পারফরম্যান্সে জয় পেয়েছে দল। গ্র্যান্ড কেম্যান ফেলকন্সকে ১৩ রানে হারিয়েছে সাকিবের দল মায়ামি।
জিমি পাওয়েল ওভালে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ১০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১১০ রান করেছে মায়ামি। জবাবে খেলতে নেমে ১০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৯৭ রানের বেশি করতে পারেনি ফেলকন্সরা।
আজও দলের হয়ে ব্যাট হাতে ইনিংস ওপেন করেছেন সাকিব আল হাসান। ফ্যালকন্সের বিপক্ষে ওপেনিংয়ে নেমে রীতিমতো ঝড় তোলেন এই বাংলাদেশি ব্যাটার। তবে আজও ভালো শুরুর পর ইনিংস বড় করতে পারেননি।
ইনিংসের শুরু থেকেই দ্রুত রান তোলার চেষ্টা করেন সাকিব। তাতে আক্রমণাত্মক মেজাজে ব্যাটিং করেছেন। দারুণ ব্যাটিংয়ে ১১ বলে ২৯ রান করে আউট হয়েছেন তিনি। মালিন্দা পুষ্পাকুমারাকে উড়িয়ে মারতে গিয়ে লং অফে রোনালদো আলীমোহামেদের হাতে ক্যাচ দেন তিনি।
সাকিবের এমন ইনিংসে ভর করে ভালো শুরু পায় তার দল। সাকিবের গড়ে দেওয়া শক্ত ভিতে দাঁড়িয়ে দারুণ ব্যাটিং করেছেন অ্যাঞ্জেলো পেরেরা। ২২ বলে ৪৫ রান করেছেন তিনি। তাতে নির্ধারিত ১০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১১০ রান করেছে সাকিবের দল।
জবাবে খেলতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় ফেলকন্সরা। তাতে একশ রানও করতে পারেনি তারা। মায়ামির হয়ে ১৮ রানে ৩ উইকেট শিকার করে দলের সেরা বোলার শিহান জয়াসুরিয়া। এ ছাড়া সাকিব আল হাসান ২ ওভারে ১৯ রান দিয়ে এক উইকেট পেয়েছেন।