নিজস্ব প্রতিবেদক
বঙ্গোপসাগরে ফের একটি মৌসুমি লঘুচাপ সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। সৃষ্ট এ লঘুচাপটি আরও ঘনীভূত হতে পারে। এতে বাড়তে পারে বৃষ্টিপাত।
আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান বলেন, মধ্য বঙ্গোপসাগর ও কাছাকাছি উত্তর বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি ঘনীভূত হতে পারে এবং পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।
শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়, ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, সিলেট, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের দুই-এক জায়গায় অস্থয়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে বিক্ষিপ্তভাবে দেশের দুই-এক জায়গায় মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে।
বৃহস্পতিবারের চেয়ে শুক্রবার বৃষ্টি কিছুটা বেড়েছে। বরিশাল ও সিলেট বিভাগে কোনো বৃষ্টি হয়নি শুক্রবারও। যেখানে বৃষ্টি হয়েছে, তাও ছিল সামান্য। শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে তেঁতুলিয়ায়, ৪৫ মিলিমিটার। এ সময় ঢাকায় ৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
বিএসডি/এমএম