ক্রীড়া প্রতিবেদক
সাত বছর ধরে বন্ধ ছিল তৃতীয় বিভাগ ক্রিকেট লিগের যোগ্যতা নির্ধারণী প্রতিযোগিতা। ফের শুরু হচ্ছে এই প্রতিযোগিতা। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এক বৈঠকের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এই সিদ্ধান্তের কথা জানিয়েছে।
সর্বশেষ ২০১৭ সালে অনুষ্ঠিত হয়েছিল এই লিগ। দীর্ঘ বিরতির পর প্রতিযোগিতাটি ফিরলেও নতুন শর্ত যোগ করা হয়েছে। অংশগ্রহণের জন্য এন্ট্রি ফি নির্ধারণ করা হয়েছে ১ লাখ টাকা। ২০১৭ সালে যা ছিল ৫ লাখ টাকা। এত টাকা দিয়ে আগ্রহী দল পাওয়া যাচ্ছিল না। এই কারণে টুর্নামেন্টটি বন্ধই হয়ে গিয়েছিল।
তৃতীয় বিভাগের কোয়ালিফায়ার লিগের আয়োজক বিসিবির অধীনস্থ ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। তারা এবার অন্তত ৪৮টি দলকে প্রতিযোগিতায় রাখার লক্ষ্য নির্ধারণ করেছে। সিসিডিএমের এক কর্মকর্তা বলেছেন, ‘আমাদের প্রাথমিক লক্ষ্য ৪৮টি দল রাখা। তবে আগ্রহ বেশি থাকলে সংখ্যা বাড়ানোর বিষয়টি বিবেচনা করবো। সব দলকেই ঢাকাভিত্তিক হতে হবে এবং কোনও ক্রিকেট একাডেমির নামে আবেদন গ্রহণ করা হবে না। শিগগিরই পত্রিকার বিজ্ঞাপনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া ও অন্যান্য আনুষ্ঠানিক ঘোষণা জানিয়ে দেওয়া হবে।’
চলমান প্রথম বিভাগ ক্রিকেট লিগ শেষ হওয়ার পরই শুরু হবে তৃতীয় বিভাগের কোয়ালিফায়ার লিগ। এর মাধ্যমে ঢাকার ক্লাব ক্রিকেটে নতুন দল যুক্ত হওয়ার পথ খুলে যাবে। ক্লাবের অংশগ্রহণ নিশ্চিত করতেই এন্ট্রি ফি কমানো হয়েছে উল্লেখ করে সিসিডিএমের এক কর্মকর্তা জানিয়েছেন, ‘২০১৭ সালে ৫ লাখ টাকার এন্ট্রি ফি অনেক ক্লাবের জন্য বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছিল। বিষয়টি বিবেচনায় নিয়ে আমরা ২০১৩ সালের মতো ফি ১ লাখ টাকায় নামিয়ে এনেছি। এতে বেশি ক্লাবের অংশগ্রহণ নিশ্চিত করা যাবে।’