সাভার প্রতিনিধি:
সাভারে প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে গুলি করতে যাওয়া রাকিব (২৬) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
বুধবার বিকালে হেমায়েতপুরের পূর্বহাটি গ্রাম থেকে অস্ত্র ও গুলিসহ তাকে আটক করা হয়। এ ঘটনায় সাভার মডেল থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আটককৃত রাকিব তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী নাজিম উদ্দিন এর দেহরক্ষী হিসেবে পরিচিত। এসময় তার কাছ থেকে একটি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। স্থানীয়রা জানায়, পূর্বহাটি চেয়ারম্যান
বাড়ির সামনে রাকিব, বুলবুলসহ কয়েকজন অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছিল। তারা তেঁতুলঝোড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মনির এবং যুবলীগ নেতা আবির মাসুমের ওপর হামলার প্রস্তুতি নিচ্ছিল। এসময় লোকজন বিষয়টি আঁচ করতে পেরে তাদেরকে ধাওয়া করে। পরে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাকিবকে অস্ত্র ও গুলিসহ আটক করে। এ সময় পুলিশকে দেখতে পেয়ে বুলবুল দৌঁড়ে পালিয়ে যায়।
এ ঘটনায় ট্যানারি পুলিশ ফাঁড়ির এসআই জাহিদ খান বলেন, রাকিবকে অস্ত্রের উৎসের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তার সঙ্গে থাকা বুলবুলকেও আটকের চেষ্টা চলছে।
বিএসডি/আইপি