নিজস্ব প্রতিবেদক
সাভারের আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় শারমিন (৩৫) নামে দগ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল তিনজনে।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা সোয়া ৬টার দিকে দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা যান তিনি।
বিষয়টি নিশ্চিত করেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান। তিনি জানান, গত শনিবার সাভার থেকে শিশু ও নারীসহ ১১ জনকে দগ্ধ অবস্থায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে আনা হয়। এদের মধ্যে শারমিন নামের আরও একজন চিকিৎসাধীন অবস্থায় আজ সন্ধ্যায় মারা যান। তার শরীরের ৪২ শতাংশ দগ্ধ হয়েছিল।
এর আগে সুমন মিয়া আইসিইউতে মারা যান। তার শরীরে ৯৯ শতাংশ দগ্ধ হয়েছিল। তার আগে শিউলি আক্তার নামের একজনও মারা যায়। তার শরীরের ৯৫ শতাংশ দগ্ধ হয়েছিল। এখনো পাঁচজন আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।
বর্তমানে চিকিৎসাধীন ৮ জনের মধ্যে সোয়ায়েদের দেহের ২৭ শতাংশ, মনির হোসেনের ২০ শতাংশ, মাহাদীর ১০ শতাংশ, ছাকিনের ১৪ শতাংশ, সোহেলের ১০ শতাংশ, সুরাইয়ার ৯ শতাংশ, সূর্য বানুর ৭ শতাংশ ও জহুরা বেগমের শরীরের ৫ শতাংশ দগ্ধ হয়েছে।
উল্লেখ্য, গত শনিবার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে সাভারের আশুলিয়া এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে আনা হয়।