সাভার প্রতিনিধি:
সাভারের আশুলিয়ায় পরকীয়ার জেরে ডিস ব্যবসায়ী ইলিম সরকারকে (৪২) কুপিয়ে হত্যার ঘটনায় সাইফুল ইসলাম (৩১) নামের আরও ১ আসামিকে গ্রেফতার করেছে (পিবিআই)।
আজ বৃহস্পতিবার দুপুরে বিষয়টি বর্তমান সময় কে নিশ্চিত করেছেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন ঢাকা জেলার উপ-পরিদর্শক (এসআই) সালেহ ইমরান। গ্রেফতারকৃত আসামী সাইফুল ইসলাম আশুলিয়ার ইয়ারপুর গ্রামের আব্দুল হকের ছেলে। তিনি হত্যাকান্ডের পরিকল্পনাকারী ও প্রধান আসামি পিন্টুর বন্ধু। এ নিয়ে হত্যাকান্ডের সাথে জড়িত ৩ জনকে গ্রেফতার করা হলো। পিবিআই জানায়, ২০১৯ সালে রবিউল ইসলাম পিন্টু ডিস ব্যবসায়ী ইলিম সরকারের বাড়িতে বৈদ্যুতিক মিটার লাগানোর কাজে আসে। এসময় তার স্ত্রীর সাথে পরিচয় হয়ে ওঠে৷ এখানেই ফোন নম্বর আদান প্রদান হয়। কথা বলার এক পর্যায়ে পরকীয়ার সম্পর্ক গড়ে ওঠে তাদের। পরে ইলিম সরকার পরকীয়ার বিষয়টি জানতে পারলে তাদের মধ্যে দাম্পত্য কলহের সৃষ্টি হয়। পরে পরকীয়া প্রেমিক পিন্টু ও ক্যামিলি স্বামী ইলিমকে হত্যার পরিকল্পনা করেন। ঘটনার ৭ দিন আগে তারা এই পরিকল্পনা করেন। পরিকল্পনা অনুযায়ী তিনি রাতে দইয়ের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে দেন। তার স্বামী সকাল পর্যন্ত গভীর ঘুমে আচ্ছন্ন থাকেন। এই সুযোগে সকালে ঘরের মধ্যে ঢুকে ইলিমকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় পিন্টু ও সাইফুল। এসময় ক্যামিলি নিজে দরজায় পাহারা দেন। হত্যার পর ক্যামেরার হার্ডডিস্ক খুলে নিয়ে যায় তারা। এদিন সকালে তার রক্তাক্ত মরদেহ দেখে তার স্ত্রী চিৎকার করে কান্নাকাটি করেন। পরে হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলনও করেন তিনি। এ বিষয়ে (এসআই) সালেহ ইমরান বর্তমান সময় কে জানান, ঘটনার ১ মাস পর রহস্য উদঘাটন করে আসামিদের গ্রেফতার করেছে পিবিআই। সবশেষে সাইফুলকে গ্রেফতার করা হলো।
আজ বৃহস্পতিবার(২৮ অক্টোবর) তাকে আদালতে পাঠিয়ে ৭ দিনের রিমান্ডের আবেদন করা হবে। এর আগে, গত ২৮ মার্চ ইলিম সরকারকে পরকীয়ার জেরে হত্যা করা হয়। তিনি প্রায় ৫ বছর ধরে ডিসের ব্যবসা করছিলেন। নিহতের গ্রামের বাড়ি আশুলিয়ার কাঠগড়া এলাকায়। তার পিতার নাম হাজী মো. ফজল হক। তার ১০ বছর বয়সের ছেলে কাইফ ও ৭ বছরের কাশফিয়া নামের এক কন্যা সন্তান রয়েছে বলে জানা গেছে।
বিএসডি / ইয়াসিন /আইপি