উপজেলা প্রতিনিধি, সাভার
সাভারের ভাকুর্তায় “সিরাক-বাংলাদেশ” এর উদ্যোগে পালিত হচ্ছে কৈশোর–বান্ধব পরিবার কল্যাণ সেবা সপ্তাহ। আজ মঙ্গলবার দুপুরে ভাকুর্তা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের মাঠ প্রাঙ্গনে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন অত্র কেন্দ্রের উপ–সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা. আব্দুল লতিফ, বিশিষ্ট ব্যবসায়ী আলী আকবর , এ্যাডভোকেট মজিবুর রহমান, মুশুড়িখোলা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. মাসুদ রানা রনী, কৈশোর বান্ধব স্বাস্থ্যসেবা কেন্দ্রের ভলান্টিয়ার পিয়ার লিডার শাহাদাত হোসেন, সুমাইয়া মিম এবং স্বেচ্ছাসেবীরা। এর আগে, স্বেচ্ছাসেবীরা কৈশোর-বান্ধব সেবাকেন্দ্রটি ব্যানার এবং ফেস্টুন দিয়ে সাজানোর মাধ্যমে উক্ত সেবা সপ্তাহ উদযাপন করেন। পরবর্তীতে একটি র্যালির আয়োজন করা হয়েছে। তখন এলাকার চারপাশে মাংকিং এর মাধ্যমে কৈশোর–বান্ধব স্বাস্থ্যসেবা কেন্দ্রে কিশোর-কিশোরীদের প্রদানকৃত শারীরিক, মানসিক স্বাস্থ্য সমস্যা সেবাসমূহ, পরিবার পরিকল্পনা, বাল্যবিয়ে রোধ এবং প্রজনন স্বাস্থ্যসেবা সংক্রান্ত বার্তা প্রচার করা হয়। এ র্যালিতে স্থানীয় কিশোর-কিশোরী ও তরুণরা অংশগ্রহণ করে।
উল্লেখ্য, USAID ও পাথফাইন্ডার ইন্টারন্যাশনাল এর সহযোগিতায় সুখী জীবন প্রকল্পের আওতায় “সিরাক-বাংলাদেশ” কর্তৃক সাভারের ভাকুর্তা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের কৈশোর-বান্ধব স্বাস্থ্যসেবা কেন্দ্রে পালিত হচ্ছে এ সেবা সপ্তাহ। ১০-১৯ বছর বয়সীদের সেবা গ্রহণে আগ্রহী করে তোলা এবং পরিবার, তরুণ ও সেবা প্রদানকারীদের মধ্যে সহযোগিতাপূর্ণ সম্পর্ক তৈরির মাধ্যমে কৈশোর–বান্ধব সেবার মান উন্নয়ন করার লক্ষ্যে পালিত হচ্ছে কৈশোর-বান্ধব পরিবার কল্যাণ সেবা সপ্তাহ । এ সপ্তাহ রবিবার (২৬ ডিসেম্বর) থেকে বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) পর্যন্ত চলবে বলে জানা গেছে।
বিএসডি /ইয়াসিন/সাব্বির