সাভার প্রতিনিধি:
সাভার পৌরসভা এলাকার একটি বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগার ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার ভোর ৫ টার দিকে মজিদপুর এলাকায় এঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের চেষ্টায় ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ওই বাড়িতে আগুন লাগলে নেভানোর চেষ্টা করা হয়। কিন্তু আগুনের তীব্রতা বেশী হওয়ায় ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। তখন ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় সাভার ফায়ার সার্ভিসের ডিউটি ম্যান আসাদ বলেন, খবর পেয়ে আমাদের স্ট্যাশন থেকে তিনটি ইউনিট গিয়ে কাজ শুরু করে। প্রায় ১ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। মূলত বাড়িতে ও সামনে থাকা দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। তিনি আরও বলেন, এ ঘটনায় কেউ হতাহত হয়নি। এতে প্রায় ৬ লাখ ১০ হাজার টাকার মত ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি।
বিএসডি /ইয়াসিন / আইপি