নিজস্ব প্রতিবেদক
২০২৪ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে সামিট পাওয়ার। একইসঙ্গে কোম্পানির বার্ষিক সাধারণ সভার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ১৩ এপ্রিল ডিজিটাল মাধ্যমে কোম্পানির এজিএম অনুষ্ঠিত হবে।
গত অর্থবছরে সামিট পাওয়ারের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩.১৩ টাকা। আগের বছর কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছিল ২.৭ পয়সা। অর্থাৎ এক বছরে কোম্পানিটির মুনাফা বেড়েছে ৫১ শতাংশ।
শেয়ারপ্রতি আয় বৃদ্ধির কারণ হিসেবে কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছে, গত অর্থবছরে কোম্পানির ভারী তেল ক্রয়বাবদ ব্যয় হ্রাস পাওয়া। ২০২৩ সালের ৩০ জুন শেষ হওয়া বছরে ডলারের বিনিময়ে টাকার অনেকটা অবমূল্যায়নের কারণে পরিস্থিতির অবনতি হয়। টাকার অবমূল্যায়নের কারণে আমদানি ব্যয় বেড়ে যায়। কিন্তু এরপর টাকার বিনিময় হার স্থিতিশীল হওয়ায় ২০২৪ সালের ৩০ জুন শেষ হওয়া অর্থবছরে বিনিময় হারের প্রভাব অনেকটা কমে আসে।
গত ৩০ জুন, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৪১ টাকা ৪৪ পয়সা। আগের বছরের একই সময়ে যা ছিল ৩৮ টাকা ০২ পয়সা। এ ছাড়া শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ ছিল ৬ টাকা ১৩ পয়সা; আগের অর্থবছরে যা ছিল ৭ টাকা ০৪ পয়সা।