নিজস্ব প্রতিনিধি
চৌর্যবৃত্তির অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক সামিয়া রহমানকে পদাবনতি দেয়া কেনো অবৈধ নয় জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
একইসঙ্গে সামিয়া রহমান সংক্রান্ত সব নথি ২১ দিনের মধ্যে দাখিল করার নির্দেশ দেয়া হয়েছে।
রোববার (৫ সেপ্টেম্বর) তার করা এক রিটের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
গবেষণায় চৌর্যবৃত্তির প্রমাণ মেলায় সামিয়া রহমানকে সহযোগী অধ্যাপক থেকে এক ধাপ নামিয়ে সহকারী অধ্যাপক পদাবনতি করা হয়। একইসঙ্গে তার গবেষণা সহযোগী অপরাধ বিজ্ঞান বিভাগের প্রভাষক সৈয়দ মাহফুজুল হক মারজানকেও দুই বছর একই পদে থাকতে হবে বলে সিদ্ধান্ত হয় সিন্ডিকেট সভায়।
বিএসডি/এমএম