নিজস্ব প্রতিবেদক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের শিক্ষার্থী ও স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।
বুধবার (১৪ মে) সংবাদ মাধ্যমে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা কাউন্সিল প্রস্তুতি কমিটির সদস্য সচিব অদিতি ইসলামের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে কমিটির আহ্বায়ক সুহাইল আহমেদ শুভ বলেন, ক্যাম্পাস সংলগ্ন এলাকায় সন্ত্রাসীদের শিক্ষার্থী হত্যার ঘটনা গভীর উদ্বেগের। ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তাহীনতাকে নগ্নভাবে জাহির করেছে এই ঘটনা। অভ্যুত্থান পরবর্তী সময়ে ক্যাম্পাসে দ্বিতীয় খুনের ঘটনা এটি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর তোফাজ্জল হত্যাকাণ্ড থেকে শুরু করে ক্যাম্পাস এলাকায় অব্যাহত ছিনতাই, চুরি দেশের আইন-শৃংখলা পরিস্থিতির অবনতির দিকে অঙ্গুলি নির্দেশ করে। অথচ বিশ্ববিদ্যালয় প্রশাসন সংকটের উৎস সন্ধান না করে নিরাপত্তাহীনতার দায় বিশ্ববিদ্যালয় এলাকায় জনসাধারণের অনুপ্রবেশের উপর চাপিয়ে দিয়ে চটকদারি, হাস্যকর কিছু কর্মকাণ্ডের মধ্যে সীমাবদ্ধ রেখেছে। ফলে নিরাপত্তার প্রশ্নে কার্যকর উদ্যোগের অনুপস্থিতিই সাম্য হত্যার জন্য দায়ী।
বিজ্ঞপ্তিতে দাবি জানিয়ে বলা হয়, আমরা দ্রুততম সময়ের মধ্যে এই ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচার দাবি করছি। একইসঙ্গে নিরাপত্তা প্রদানে ব্যর্থ উপাচার্য ও প্রক্টরকে অনতিবিলম্বে পদত্যাগ করতে হবে।