বিনোদন ডেস্ক
এখনকার সময়ের জনপ্রিয় অভিনেত্রী ও মডেল সেমন্তী সৌমী। নাটকে অভিনয়ের পাশাপাশি মডেলিংয়েও নিয়মিত তিনি। সেক্ষেত্রে নিজের রূপ নিয়ে বেশ সতর্ক থাকতে হয় অভিনেত্রীকে; ফিটনেস ধরে রাখতে নিয়মিত জিম, রূপচর্চার মাঝে থাকেন।
কিন্তু নানা সময় নিন্দুকদের আলোচনার মুখে পড়েন এই অভিনেত্রী। ইন্টারনেটে অনেকে দাবি করেন, সেমন্তীর রূপের রহস্য নাকি সার্জারি; মুখে অস্ত্রোপচারও করিয়েছেন!
একদিকে যেমন সেমন্তীর রূপ নিয়ে আলোচনা-সমালোচনা, অন্যদিকে এসব নিয়ে সরাসরি প্রশ্নের মুখেও পড়েন অভিনেত্রী। বলা বাহুল্য, এ নিয়ে ব্যাপারটি অভিনেত্রীর কাছে একরকম বিব্রতকর! সেমন্তী কি কি সার্জারি করিয়েছে, প্রশ্নের মাঝে এসবই থাকে সবচেয়ে বেশি।
তাই তো সেমন্তী এ ধরনের প্রশ্নের মুখে পড়তে খুব বিব্রতবোধ করেন। এ নিয়ে সেমন্তী বলেছেন, ‘আমাকে সবচেয়ে বেশি জিজ্ঞাসা করা হয়, তুমি কি কি সার্জারি করিয়েছ! এটাই আমি শুনতে চাই না। আবার অনেকে জিজ্ঞাসা করে- তোমার ফেইস কি ন্যাচারাল নাকি তুমি অন্য কিছু করেছো!’
তবে হরহামেশাই এই নিয়ে নানা প্রশ্নের মুখে পড়তেন সেমন্তী। এর আগে অভিনেত্রী বলেছিলেন, তিনি প্লাস্টিক সার্জারিতে বিশ্বাসী নন। তার কথায়, প্লাস্টিক সার্জারি বলতে আমরা সাধারণত বুঝি পুরো চেহারার পরিবর্তন। আমাদের দেশের অনেকেই এটা করেছেন। আমার মতে, মুখের অস্ত্রোপচার করে কোনো লাভ নেই। কারণ, সবার চেহারা একই রকম দেখতে হয়ে যায়।
২০১২ সালের লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার সেরা ১০ জনের একজন ছিলেন সেমন্তী সৌমি। এরপর মডেল হন গ্রামীণফোনের একটি বিজ্ঞাপনচিত্রে। এর মাধ্যমেই দর্শক প্রথম তাকে টিভিপর্দায় দেখেন। বিজ্ঞাপনের পর মাসুদ মহিউদ্দিন পরিচালিত ‘আগুন পোকা’ নাটকে প্রথম অভিনয় করেন। এরপর ‘প্রহর’, ‘রাফ ম্যান’, ‘দ্য মাস্টারপিস’, ‘গৃহবধূ’সহ বেশকিছু নাটকে অভিনয় করেন তিনি। এবার বড়পর্দায় নায়িকা হিসেবে আসছেন। ‘বয়ফ্রেন্ড’ নামে একটি সিনেমায় তাসকিন রহমানের বিপরীতে অভিনয় করেছেন।