নিজস্ব প্রতিবেদক,
কক্সবাজারের পেকুয়ায় ১ লাখ ১৬ হাজার ৩০০ ইয়াবাসহ ওয়াইজ উদ্দিন নামে এক যুবক ও তার দুলাভাই রমিজ উদ্দিনকে আটক করেছে র্যাব। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৩ কোটি ৫০ লাখ টাকা বলে জানান র্যাব।
সোমবার রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার উজানটিয়া ইউপির পূর্ব উজানটিয়া গ্রামের ওয়াইজ উদ্দিনের বসতবাড়ির খাটের নিচ থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়। ওয়াইজ একই গ্রামের আবু তাহেরের ছেলে ও চট্টগ্রাম কলেজের ইতিহাস বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী ও তার দুলাভাই চকরিয়া উপজেলার বদরখালি ইউপির আবু তাহেরের ছেলে।
জানা যায়, পূর্ব উজানটিয়ায় একটি চক্র দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা করছে এমন তথ্য ছিল। তথ্যটি যাচাই বাছাই করে সোমবার রাতে ওয়াইজ উদ্দিনের বাসায় অভিযান চালানো হয়। পরে ওয়াজের দেখানো মতেই বসত ঘরের ভেতর খাটের নিচে প্লাস্টিকের বস্তায় বিশেষ কায়দায় রক্ষিত অবস্থা থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
র্যাব ৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার বলেন, ধৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ঠ আইনে মামলা দয়ের করে পেকুয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
বিএসডি/আইপি