জেলা প্রতিনিধি:
কক্সবাজারের টেকনাফে দেড় কেজি ওজনের ক্রিস্টাল মেথ বা আইসসহ আবদুল মজিদ (২০) নামের এক তরুণকে আট করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বাহিনীর কর্মকর্তাদের দাবি এই পরিমাণ আইসের বাজারমূল্য প্রায় ৭ কোটি ৫০ লাখ টাকা।
গতকাল মঙ্গলবার রাতে টেকনাফ সদর ইউনিয়নের গোদারবিল এলাকা থেকে মজিদকে আটক করা হয়। তাঁর বাড়ি গোদারবিল গ্রামে। আজ বুধবার সংবাদ সম্মেলন করে এ তথ্য জানিয়েছে টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান। এ সময় উপস্থিত ছিলেন ব্যাটালিয়নের উপ–অধিনায়ক মেয়র রুবায়াৎ কবীর ও অভিযান কর্মকর্তা লে. এম মুহতাসিম বিল্লাল।
বিএসডি/ আইকে