নিজস্ব প্রতিবেদক:
নাটোরের সিংড়ার চামারী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রশিদুল ইসলাম মৃধা ও সভাপতি শাহাদৎ হোসেনকে নৌকার মনোনয়ন না দেয়ার দাবিতে মানববন্ধন করেছে বীর মুক্তিযোদ্ধা, প্রকৃত মুজিব সৈনিক ও তৃণমূল আওয়ামী লীগ।
শনিবার বিকালে চামারী ইউনিয়নের গোলকপাড়া মোড়ে অনুষ্ঠিত মানববন্ধনে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতাকর্মীসহ প্রায় ৫ শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, গত উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের বিপক্ষে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দোয়াত-কলম প্রতীকে নির্বাচন করেন বিএনপি থেকে সদ্য যোগদানকারী আওয়ামী লীগ নেতা আদেশ আলী সরদার। এ নির্বাচনে নৌকার বিপক্ষে কাজ করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহাদৎ হোসেন, সাধারণ সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান রশিদুল ইসলাম মৃধা।
এসময় নৌকার বিপক্ষে কাজ করা নেতাদের মনোনয়ন না দিয়ে মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান এনামুল হক সরদারকে মনোনয়ন দেয়ার দাবি জানান বক্তারা। এ সময় বক্তব্য দেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশী ও ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. এনামুল হক সরদার, উপজেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব জালাল উদ্দিন সরদার, ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি শহিদুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক এনামুল হক মন্টু, সাংস্কৃতিক সম্পাদক আ. সালাম, ইউনিয়ন বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক শাহিনুর রহমান, যুবলীগ নেতা রেজভী আহমেদ রকি, মঞ্জু আহমেদ, আবুল কালাম প্রমুখ।
বিএসডি /আইপি