নিজস্ব প্রতিবেদক,
জনতা যখন জেগে উঠে, তখন যেকোনো প্রতিরোধ বালির বাঁধের মতো ভেঙে যায়, আবারো প্রমাণ হবে চিরসত্য কথাটি সিআরবিকে বেনিয়া গোষ্ঠীর হাত থেকে রক্ষার মধ্য দিয়ে। যুগে যুগে তার প্রমাণ দিয়েছে বীর জনতা।
শনিবার (১৪ আগস্ট) নাগরিক সমাজ চট্টগ্রামের অবস্থান কর্মসূচি ও জাতির পিতা বঙ্গবন্ধুসহ তাঁর পরিবারের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনে আয়োজিত মোমবাতি প্রজ্বলন অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। পরে আলোর মিছিল নগরের ফুসফুস খ্যাত নৈসর্গিক সিআরবি প্রদক্ষিণ করে।
নাগরিক সমাজ, চট্টগ্রামের ব্যানারে সিআরবি রক্ষার এমন অরাজনৈতিক আন্দোলন চট্টগ্রামের প্রতিটি মানুষের মনের কথাটিই বলছে। তাই বিকেল হলেই সিআরবির সমাবেশে যাওয়ার জন্য এতটা তাড়না বা প্রাণের তাগিদ অনুভব করেন মানুষ। দেড় মাস ধরে মানুষের স্লোত মিলেছে সিআরবিতে। চট্টগ্রামের ফুসফুস রক্ষার দাবিতে দলমত-নির্বিশেষে এ গণজাগরণ জমে উঠে দুপুর গড়িয়ে গেলেই। মিলেমিশে এক দাবিতে সোচ্চার রয়েছে মানুষ দিনের পর দিন ধরে। তারা আসছে নতুন প্রজন্মের আহ্বানে, চট্টগ্রামের ফুসফুস রক্ষা করতে। তরুণ প্রজন্মকে প্রেরণা ও শক্তি জোগাচ্ছেন একাত্তরের বীর মুক্তিযোদ্ধারা। চট্টগ্রাম থেকে ঢাকা, ঢাকা থেকে দেশ ছাড়িয়ে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে সিআরবি রক্ষার আন্দোলন।
নাগরিক সমাজ, চট্টগ্রামের সদস্যসচিব প্রবীণ আইনজীবী ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন শাহ, পরিবেশ বিজ্ঞানী প্রফেসর ড. ইদ্রিস আলী, নগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ইফতেখার সাইমুল চৌধুরী, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এএইচএম জিয়াউদ্দিন, নগর আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক আবদুল আহাদ, আওয়ামী লীগ নেতা কাজল চৌধুরী, যুবলীগ নেতা হেলাল উদ্দিন, সাবেক ছাত্রনেতা আহিল সিরাজ, সাবেক ছাত্রনেতা নূরুল আজিম রণি, লেখক সাংবাদিক শিবলী সাদিক কফিল, সংস্কৃতিকর্মী সজল চৌধুরী, বিজয় একাত্তরের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ডা. আরকে রুবেল, কক্সবাজার থেকে আসা উন্নয়নকর্মী আসাদুজ্জামান প্রমুখ।
সাংবাদিক ঋত্বিক নয়নের সঞ্চালনায় অনুষ্ঠানে সংহতি প্রকাশ করেন মুক্তিযুদ্ধ গবেষক ও বীর মুক্তিযোদ্ধা ডা. মাহফুজুর রহমান, মুক্তিযোদ্ধা মো. ইউনুচ, কবি প্রফেসর হোসাইন কবির, বিএফইউজে যুগ্ম মহাসচিব মহসীন কাজী, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, আবৃত্তি শিল্পী রাশেদ হাসান, চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক নাট্যজন সাইফুল আলম বাবু, ন্যাপ নেতা মিঠুল দাশগুপ্ত, কবি আ ফ ম মোদাচ্ছের আলী, আওয়ামী লীগ নেতা হাসান মনসুর, ব্যারিস্টার বদরুল আলম চৌধুরী, নারীনেত্রী ফারহানা আফরোজ আলম জেনিফা, আবৃত্তিশিল্পী প্রণব চৌধুরী, নগর যুবলীগ নেতা শিবু প্রসাদ চৌধুরী, সাংবাদিক আমিনুল ইসলাম মুন্না, আবু তাহের রানা, ছাত্রলীগ নেতা মাহমুদুল করিম, মায়মুন উদ্দীন মামুন, শাখাওয়াত হোসেন রাব্বি, ইয়াসিন চৌধুরী জনি, মো. রিয়াদ, এসকান্দার মির্জা, রাকিব হায়দার, আনোয়ার পলাশ, মনির ইসলাম, আবদুল্লাহ আল সাইমুন, মাঈন উদ্দিন সোহেল, অ্যাডভোকেট রাশেদুল ইসলাম, আমাদের আলোকিত সমাজের চেয়ারম্যান মো. কামরুল ইসলাম, আমাদের চাক্তাইয়ের প্রধান সমন্বয়ক আরশাদুর রহমান প্রমুখ।
সঙ্গীত পরিবেশন করেন চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির যুগ্ম সাধারণ সম্পাদক শিল্পী মইনুদ্দিন কোহেল ও শিল্পী নারায়ণ চন্দ্র দাশ। আবৃত্তি করেন শিল্পী বাপ্পী বারৈ ও জেরিন সুবাহ।
রোববার (১৫ আগস্ট) সকাল ১১টায় সিআরবিতে নাগরিক সমাজ চট্টগ্রামের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হবে। এ ছাড়া বিকেল ৪টায় থাকবে জাতীয় শোক দিবসের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
বিএসডি/আইপি