নিজস্ব প্রতিবেদক:
আগামী বৃহস্পতিবার গণমাধ্যমের মুখোমুখি হচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। এদিন বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে তিনি সাংবাদিকদের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলবেন।
নির্বাচন কমিশনের (ইসি) খবর সংগ্রহকারী গণমাধ্যমকর্মীদের সংগঠন ‘রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি)’ অনুষ্ঠানটি আয়োজন করছে। আরএফইডির সাধারণ সম্পাদক কাজী জেবেল জানান, বৃহস্পতিবার সকাল ১১টায় নির্বাচন কমিশনের মিডিয়া সেন্টারে ‘আরএফইডি টক’ আয়োজন করা হয়েছে।
এতে অতিথি থাকবেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন আরএফইডির সভাপতি সোমা ইসলাম। এর আগেও সিইসি সাংবাদিকদের সঙ্গে একবার আলোচনায় অংশ নিয়েছিলেন।
উল্লেখ্য, কে এম নূরুল হুদার নেতৃত্বাধীন বর্তমান ইসির মেয়াদ শেষ হচ্ছে আগামী ১৪ ফেব্রুয়ারি। আলোচনায় তার পাঁচ বছর মেয়াদে বিভিন্ন কর্মযজ্ঞসহ বিভিন্ন বিষয় প্রাধান্য পেতে পারে।