আন্তর্জাতিক ডেস্ক-
সিঙ্গাপুরে গত চার সপ্তাহে করোনায় আক্রান্তদের মধ্যে তিন চতুর্থাংশই টিকা পাওয়া ব্যক্তি। সরকারি পরিসংখ্যানের বরাত দিয়ে শুক্রবার রয়টার্স এ তথ্য জানিয়েছে।
পরিসংখ্যানে দেখা গেছে, করোনার তীব্র সংক্রমণ প্রতিরোধে টিকা অনেক বেশি কার্যকর। এছাড়া যারা টিকা নিয়েছেন তাদের তুলনায় টিকা যারা নেয়নি তাদের মাঝে সংক্রমণের ঝুঁকি অনেক কম।
গত ২৮ দিনে সিঙ্গাপুরে এক হাজার ৯৬ জন স্থানীয়ভাবে করোনায় সংক্রমিত হয়েছেন। এদের মধ্যে ৪৮৪ জন বা প্রায় ৪৪ শতাংশ দুই ডোজ টিকা প্রাপ্ত, ৩০ শতাংশ এক ডোজ পাওয়া এবং ২৫ শতাংশ টিকা না পাওয়া ব্যক্তি। এদের মধ্যে সাত জন গুরুতর অসুস্থ, যাদের অক্সিজেন প্রয়োজন এবং এক জনের অবস্থা জটিল হওয়ায় তাকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে রাখা হয়েছে। অবশ্য এই আট জনের কেউই টিকার দুই ডোজ পায়নি। স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘ধারাবাহিক প্রমাণ রয়েছে যে, কেউ সংক্রামিত হলে টিকা গুরুতর অবস্থা প্রতিরোধে সহায়তা করে।’ এতে জানানো হয়েছে, টিকার সব ডোজ পাওয়ার পরও যারা সংক্রমিত হয়েছেন, তাদের মধ্যে হালকা মাত্রার লক্ষণ দেখা গেছে, কোনো তীব্র লক্ষণ দেখা যায়নি।
বিএসডি/এমএম