নিজস্ব প্রতিবেদক,
সিরাজগঞ্জে ‘মদপানের পর’ তিনজনের মৃত্যু হয়েছে। তাছাড়া অসুস্থ হয়েছেন আরও দুইজন।
সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল মান্নান শেখ জানান, রোববার রাতে ব্রহ্মখোলা সেতুর পাশে কয়েকজন দেশি মদ পান করেন। পরে তারা অসুস্থ হন। ভোরে তাদের মধ্যে তিনজন মারা যান। তাছাড়া সাবেক ইউপি সদস্যসহ দুইজন অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
তবে তারা কোথায় চিকিৎসা নিচ্ছেন তা তিনি বলেননি। সোমবার সকালে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
মারা গেছেন রঘুনাথপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে আব্দুল ওয়াহাব, সিকিম আলীর ছেলে মো. আব্দুল ও সড়াইচণ্ডি নতুনপাড়া গ্রামের কালু শেখের ছেলে তাহের শেখ।
চেয়ারম্যান বলেন, অসুস্থ হয়ে চিকিৎসা নিচ্ছেন সাবেক ইউপি সদস্য রঘুনাথপুর গ্রামের তছির উদ্দিনের ছেলে বাবু শেখ ও আবুল কালামের ছেলে হজরত আলী।
সদর থানার ওসি বাহাউদ্দিন ফারুকী জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। মৃতদের মধ্যে আব্দুল ওয়াহাব ও মো. আব্দুলকে সকালে দাফন করা হয়েছে। তাহের শেখের লাশ পুলিশ উদ্ধার করেছে। অসুস্থরা গোপনে চিকিৎসা নিচ্ছেন। তাদের খোঁজ করা হচ্ছে। আর যাদের দাফন করা হয়েছে তাদের বিষয়ে আদালতের নির্দেশনা মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।
বিএসডি/আইপি