আন্তর্জাতিক ডেস্ক
সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল-আসাদের বিরুদ্ধে আবারও বড় ধরনের অভিযান শুরু করেছে বিদ্রোহী গোষ্ঠীগুলো। এতে নেতৃত্ব দিচ্ছে হায়াত তাহরির-আল-শাম (এইচটিএস) নামের একটি সশস্ত্র দল।
হায়াত তাহরির-আল-শাম পুরোনো একটি দল। এটি ২০১১ সালে জাবহাত আল-নুসরা নামে আত্মপ্রকাশ করেছিল। দলটির সঙ্গে আল কায়েদার সরাসরি সংযোগ ছিল। পরবর্তীতে ২০১৬ সালে তারা নাম পরিবর্তন করে।
জঙ্গিগোষ্ঠী আইএসের প্রধান আবু বকর আল-বাগদাদি এই দলটি তৈরির সঙ্গে যুক্ত ছিলেন।
সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদের বিরুদ্ধে যতগুলো সশস্ত্র গোষ্ঠী কাজ করছে সেগুলোর মধ্যে এটি সবচেয়ে মারাত্মক ও কার্যকরী।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, হায়াত তাহরির আল-শাম মূলত ইসলামিক জিহাদের নীতিতে চলে। তাদের কার্যক্রমে বিপ্লবী মনোভাবের চেয়ে জিহাদি মনোভাবের প্রতিফলন দেখা যায়।
২০১৬ সালে দলটির প্রধান নেতা আবু মোহাম্মেদ আল কায়েদার সঙ্গে প্রকাশ্যে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেন। এছাড়া ওই সময় জাবহাত আল-নুসরা নামক দলটি বিলুপ্ত করেন এবং হায়াত তাহরির আল-শাম নামের নতুন দল গঠন করেন। তাদের সঙ্গে অন্যান্য আরও বিদ্রোহী গোষ্ঠীগুলো যুক্ত হয়।
এদিকে গত শুক্রবার অনেকটা আকস্মিকভাবে সিরিয়ার দ্বিতীয় বৃহৎ শহর আলেপ্পো দখল করে বিদ্রোহীরা। বর্তমানে শহরটি তাদের পূর্ণ নিয়ন্ত্রণে আছে। বিদ্রোহীদের হামলায় টিকতে না পেরে সিরিয়ার সেনারা সেখান থেকে সরে আসে। তবে আলেপ্পো এবং ইদলিবে বিদ্রোহীদের লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে রাশিয়া এবং সিরিয়ার বিমানবাহিনী।
সূত্র: বিবিসি