আন্তর্জাতিক ডেস্ক
যুদ্ধবিধ্বস্ত দেশ সিরিয়ার ওপর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের পর দেশটির গণতান্ত্রিক রূপান্তর ও অর্থনৈতিক পুনরুদ্ধার প্রচেষ্টার প্রতি সমর্থন জানিয়ে ইইউ এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে।
বুধবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, বুধবার সিরিয়ার ওপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারে গত সপ্তাহে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীরা একটি রাজনৈতিক চুক্তিতে পৌঁছান। ওই চুক্তির পর বুধবার আনুষ্ঠানিকভাবে সিরিয়ার নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন।
তবে ইউরোপীয় কাউন্সিল বলেছে, সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সরকারের সঙ্গে সংশ্লিষ্ট সব নিষেধাজ্ঞা ও নিরাপত্তা বিধিনিষেধ জারি থাকবে। পাশাপাশি গত মার্চে সিরিয়াজুড়ে ছড়িয়ে পড়া সহিংসতার সঙ্গে জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ করা হবে।
এছাড়া সিরিয়ার চলমান পরিস্থিতি পর্যবেক্ষণ করবে ইউরোপীয় কমিশন। এ সময় দেশটিতে নতুন করে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ও অস্থিতিশীলতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে বিধি-নিষেধ আরোপের জন্য কমিশন প্রস্তুত থাকবে বলে জানিয়েছে।
এর আগে, চলতি মাসের শুরুর দিকে সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন এই প্রেসিডেন্ট বলেন, সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের অনুরোধের প্রেক্ষিতে সিরীয় নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
সূত্র: রয়টার্স।