নিজস্ব প্রতিবেদক:
সিলেটে নির্মাণাধীন সেপটিক ট্যাংকের সাটারিং এর বাঁশ খুলতে গিয়ে একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরেক নির্মাণ শ্রমিক।
রোববার (২৪ অক্টোবর) সকাল ৯টার দিকে সিলেট নগরীর শেখঘাট মসজিদের নির্মাণাধীন ট্যাংকিতে এঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌঁছে দুই শ্রমিককে উদ্ধার করে। সেপটিক ট্যাংকে অক্সিজেন সঙ্কটে নির্মাণ শ্রমিকদের এ অবস্থা হয়েছে বলে জানিয়েছেন তারা।
ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ বেলাল হোসেন জানান, আহত শ্রমিকের নাম সুমন (৩০)। সে বিশ্বনাথের লামাকাজী এলাকার বাসিন্দা। তবে নিহতের পরিচয় এখনো পাওয়া যায়নি। আহত সুমনকে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের লাশ ওসমানী হাসপাতালের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বেলাল হোসেন জানান, একজনকে বাঁচাতে গিয়ে অন্যজন ট্যাংকির মধ্যে নামে। দুজনই গুরুতর আহত হয়। তবে একজনকে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিএসডি /আইপি