সিলেট প্রতিনিধি:
তুচ্ছ ঘটনায় সিলেট বিএনপির উদ্যোগে রেজিস্ট্রারি মাঠে আয়োজিত আলোচনা সভায় দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। শনিবার (১৮ ডিসেম্বর) সিলেট মুক্ত দিবসের আলোচনা সভার আয়োজন করা হয়।
সভা শুরুর আগেই চেয়ারে বসাকে কেন্দ্র করে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী গ্রুপের সঙ্গে খন্দকার আব্দুল মুক্তাদিরের অনুসারিরা তর্কে জড়িয়ে পড়েন। এরপরই শুরু হয় হট্টগোল। এক পক্ষ অন্য পক্ষের দিকে সমাবেশ স্থলে থাকা চেয়ার ছুড়তে থাকেন। প্রায় দশ মিনিট ধরে চলা বিশৃঙ্খলার পর শান্ত হয় নেতাকর্মীরা।
এসময় বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীরসহ জাতীয় পর্যায়ের তিন নেতা সমাবেশ মঞ্চে উপস্থিত ছিলেন।
জানা গেছে, ১৫ ডিসেম্বর মহান বিজয় দিবসের একদিন আগেই হানাদার মুক্ত হয় সিলেট। দিনটিকে স্মরণ করে শনিবার ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠে আলোচনা সভার আয়োজন করে সিলেট বিভাগীয় বিএনপি।
সভায় বিএনপি নেতৃবৃন্দ বলেন, জেড ফোর্সের অধিনায়ক জিয়াউর রহমানের নেতৃত্বাধীন ইউনিট সিলেট মুক্ত করেন। সে সময়ে জিয়াউর রহমানের সাহসী ভূমিকার প্রশংসা করেন উপস্থিত নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, ড.খন্দকার মোশাররফ হোসেন, মেজর (অব.) হাফিয উদ্দিন আহমদ বীর বিক্রম, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম প্রমুখ।
বিএসডি/এসএফ