স্টাফ করেসপন্ডেন্ট
সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সিনিয়র সহ সভাপতি শফিকুর রহমান চৌধুরী।
সোমবার (৬ সেপ্টম্বর) বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের স্বাক্ষরিত এক চিঠিতে তাকে এই দায়িত্ব দেওয়া হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ লুৎফুর রহমানের মৃত্যুর কারণে সভাপতির পদ শূন্য হওয়ায় সংগঠনের গঠনতন্ত্রের বিধি মোতাবেক আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ তাকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়।
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধুকন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা এমপির নির্দেশক্রমে কেন্দ্রীয কার্যনির্বাহী সংসদের এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে। ’
সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী এর আগে সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকেরও দায়িত্ব পালন করেছেন।
সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট লুৎফুর রহমান গত ২ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে জেলা আওয়ামী লীগের পদটি শূন্য হলে শফিকুর রহমান চৌধুরীকে এই পদের দায়িত্ব দেওয়া হয়।
অ্যাডভোকেট লুৎফুর রহমানের পূর্বসূরী হিসেবে সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও সিলেট জেলা পরিষদের প্রশাসক ছিলেন আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান। তিনি ২০১১ সালে জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব লাভ করেন। একইসঙ্গে তিনি একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি সিলেট শাখার সভাপতিরও দায়িত্বে ছিলেন।
আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান ২০১৫ সালের ৯ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর পর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পান বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক গণপরিষদ নেতা অ্যাডভোকেট লুৎফুর রহমান।
২০১৬ সালে জেলা পরিষদের প্রথম নির্বাচনে তিনি চেয়ারম্যান নির্বাচিত হন। এরপর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্বে থাকাকালে ২০১৯ সালের ৫ ডিসেম্বর সম্মেলনে অ্যাডভোকেট লুৎফুর রহমান সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পান। এবার শফিকুর রহমানকে দিয়ে অ্যাডভোকেট লুৎফুর রহমানের শূন্যস্থান পূরণ করা হলো।
বিএসডি/এমএম