নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি গ্যারেজে চাকা বিস্ফোরণে উড়ে গেছে এক তরুণ। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, গত ৪ জুলাই ভোর ৪টার দিকে সীতাকুণ্ডের নিমতলা এলাকার ‘পারভেজ মোটর ওয়ার্কশপ’ নামের একটি গ্যারেজে ঘটনাটি ঘটেছে। বিস্ফোরণে উড়ে কয়েকফুট দূরে গিয়ে পড়া মো. ফাহাদ (২০) নামে ওই যুবক সঙ্গে সঙ্গে নিহত হয়েছেন। তিনি গ্যারেজটিতে শ্রমিক হিসেবে কাজ করতেন। ফাহাদ নোয়াখালী জেলার সুধারাম থানার কাশীপুর গ্রামের বেলাল হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার ভোরে ফাহাদ একটি লরির চাকায় হাওয়া দিচ্ছিলেন। হঠাৎ করে যন্ত্রের পাইপ খুলতে গিয়ে লরির চাকাটি বিস্ফোরিত হয়। বিস্ফোরণে ফাহাদ কয়েক ফুট দূরে উড়ে গিয়ে পড়ে যান। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান বলেন, ঘটনার পর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় সীতাকুণ্ড থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।