আন্তর্জাতিক ডেস্ক:
স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, সন্দেহভাজন হামলাকারী এ ঘটনার পর নিজেই জরুরি নম্বরে ফোন করে পুলিশকে তাঁর অবস্থান সম্পর্কে জানান। দুজনকে হত্যার কথাও স্বীকার করেন তিনি। পুলিশ জানায়, তাদের প্রথম টহল দলটি ঘটনাস্থলে পৌঁছানোর কিছুক্ষণের মধ্যেই ওই সন্দেহভাজন শিক্ষার্থীকে গ্রেপ্তার করতে পেরেছে। তাঁকে গ্রেপ্তারের জন্য কোনো ধরনের জটিলতার মধ্যে যেতে হয়নি।
শুরুতে পুলিশ জানিয়েছিল, ছুরিকাঘাতে আহত দুজনকে হাসপাতালে নেওয়া হয়েছে। তবে তাঁদের অবস্থা আশঙ্কাজনক।
পুলিশের মুখপাত্র নিলস নোরলিং বলেন, প্রাথমিকভাবে স্কুলে হট্টগোল হচ্ছে বলে খবর পাওয়া গিয়েছিল। এরপর আরও তথ্য আসতে শুরু করে। পুলিশকে জানানো হয়, ওই স্কুলে গুরুতর অপরাধের ঘটনা ঘটছে।
নোরলিং আরও বলেন, পুলিশের প্রথম টহল দলটি স্কুলে পৌঁছানোর পর এক পুরুষ সন্দেহভাজনকে গ্রেপ্তার করে। স্কুলের ভেতর থেকে দুজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়।
এ হামলার উদ্দেশ্য সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থল পরিদর্শন ও প্রত্যক্ষদর্শীদের সাক্ষাৎকারের ভিত্তিতে কর্তৃপক্ষ ধারণা করছে, সন্দেহভাজন ব্যক্তি একাই হামলা চালিয়েছেন।
গত জানুয়ারিতে সুইডেনের দক্ষিণাঞ্চলীয় ক্রিচানস্তাদ শহরে এক শিক্ষক ও শিক্ষার্থীকে আহত করার পর ১৬ বছর বয়সী এক কিশোরকে গ্রেপ্তার করা হয়। এর আগে গত আগস্টে এসলভ শহরে ৪৫ বছর বয়সী এক স্কুলকর্মীর ওপর হামলা চালায় এক শিক্ষার্থী।
২০১৫ সালের অক্টোবরে ত্রোলহাত্তন শহরের একটি স্কুলে এক বর্ণবাদী হামলায় তিনজন নিহত হয়। পরে পুলিশের অভিযানে এক সন্দেহভাজন নিহত হয়।
বিএসডি/ এমআর