সুনামগঞ্জ প্রতিনিধি:
‘শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) ট্রাস্ট’ পারচালিত ‘দারিদ্র্য বিমোচন প্রকল্পের’-ব্যবস্থাপনায় “সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা” প্রকল্পের আওতায় বিনামূল্যে ঔষধসহ স্বাস্থ্যসেবা কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে দোয়ারাবাজার উপজেলার লক্ষীপুর ইউনিয়নের মাইজভাণ্ডারী খানকাহ্ শরীফে এ স্বাস্ত্যসেবা কেন্দ্রের উদ্বোধন করা হয়।
দোয়ারাবাাজর উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাংশু কুমার সিংহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ স্বাস্ত্যসেবা কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লক্ষীপুর ইউপি চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম জহির।
প্রধান অতিথি দেবাংশু কুমার সিংহ বলেন, বিজয়ের মাসে গ্রামীণ জনপদে স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা,পুষ্টি ও চিকিৎসাসেবা মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে ‘শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) ট্রাস্ট’ সর্বজনীন ফ্রি স্বাস্থসেবা কেন্দ্র উদ্বোধনের মাধ্যমে গুরুত্বপূর্ণ ও যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে। দরিদ্র অসহায় রোগীদের মানসিক, পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক বিষয়ক বিভিন্ন সহায়তার পাশাপাশি রোগীর মানসিক শক্তি বৃদ্ধি ও চিকিৎসার ব্যয় বহন করে এ ট্রাস্ট মানব সেবায় এক উজ্জ্বল দৃষ্টান্তে পরিণত হয়েছে।
মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পর্ষদ সাধারণ সম্পাদক আবদুল হালিম আল মাসুদ।
শুভেচ্ছা বক্তব্য রাখেন খানকা শরীফের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ডাক্তার শফিকুল ইসলাম, পর্ষদ প্রচার সম্পাদক আহসান উল্লাহ চৌধুরী বিভন,সাংবাদিক শহিদ নুর আহমেদ, আব্দুল কাদির, গোলাম হোসেন, আহমদ আলী, উমর গনি, আহসান হাবীব হাসান, সিদ্দিকুর রহমান, সাংবাদিক রেজাউল করিম, ডা: আলী নূর,মোহাম্মদ আজাদ, অন্নদা রঞ্জন দাস, নুর হোসেন নুরু, নুরু কমা-ার, শাহাদাত হোসেন, মোস্তফা কামাল প্রমুখ।
বিএসডি/ এলএল